@@সাধারণ জ্ঞান@@

Author Topic: @@সাধারণ জ্ঞান@@  (Read 2790 times)

Offline Mezbah Uddin

  • Newbie
  • *
  • Posts: 6
  • Test
    • View Profile
@@সাধারণ জ্ঞান@@
« on: June 06, 2015, 02:57:49 PM »
@@@সাধারণ জ্ঞান@@@
► দুই কোরিয়াকে বিভক্তকারী সীমারেখার নাম : ৩৮ ডিগ্রী অক্ষরেখা।
► আফগানিস্তানের প্রধান ভাষা : পশতু।
► বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ : ইন্দোনেশিয়া।
►সৌরজগৎ আবিষ্কার করেন : এন. কোপার্নিকাস।
► ম্যালেরিয়া যে ধরনের জীবাণু : পরজীবী।
► প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে : ৭২ বার।
► পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী : হাইড্রোজেন সালফাইড।
► বৈদ্যুতিক হিটার ও বৈদ্যুতিক ইস্ত্রিতে ব্যবহৃত হয় : নাইক্রোম তার।
► জাতিসংঘ দ্বিতীয়বারের মত ‘আদিবাসী দশক্’ ঘোষনা করে ২০০৫-২০১৪ সাল পর্যন্ত।
► জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯৭৩।
► নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম – দি হিউম্যান ফ্যাক্টর।
► কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? – রাশিয়া।
► ব্রিটেনের ক্রিমিনাল কোর্টে নিযুক্ত প্রথম বাংলাদেশী জজ : ব্যারিষ্টার আখলাক চৌধুরী।
► ব্রিটেনের আইনসভার নিন্মকক্ষ ‘হাউস অব কমন্স’ এর প্রথম বাংলাদেশী এমপি : রুশনারা আলী।
► বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ঢাকা- লন্ডন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে : ৬ ফেব্রুয়ারি ২০১০।
► ডলুরা শুল্ক ষ্টেশন অবস্থিত : সুনামগঞ্জ।
► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক : অধ্যাপিকা হান্নানা বেগম।
► কোন সেক্টর কমান্ডারের সাংকেতিক নাম ছিল ‘টাইগার লিডার’ : মীর শওকত আলী।
► ‘গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা’ উক্তিটি যার : লর্ড ব্রাইস।
► ‘The Wings of Fire’ বইটির লেখক : এ.পি.জে. আব্দুল কালাম (ভারত)।
► ‘পানমুনজাম’ স্তানটি যে দুটি দেশের সীমান্তে অবস্থিত : উত্তর ও দক্ষিণ কোরিয়া।
► ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ : মিশর।
► গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে : ইসরাইল ও মিশর।
► গ্রে উলফ নামে পরিচিত : কামাল আতাতুর্ক।
► বাংলাদেশে কত সনে ভ্যাট চালু হয়্? – ১৯৯১
► ‘রেড স্কোয়ার’ অবস্তিত : মস্কোয়।
► পারস্য উপসাগরে যে দ্বীপ অবস্থিত : বাহরাইন দ্বীপ।
► ‘সিমলাইন’ হলো : ইসরাইল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত বেষ্টনী।
► WTO’ প্রতিষ্ঠিত হয় : ১ জানুয়ারি ১৯৯৫।
► ‘পার্থ’ হলো : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিস।
(Colleced)

Offline nusrat.eee

  • Sr. Member
  • ****
  • Posts: 266
  • Test
    • View Profile
Re: @@সাধারণ জ্ঞান@@
« Reply #1 on: July 11, 2019, 08:55:02 PM »
Nice post.