'মধ্য আয়ের দেশ হওয়ার পথে বাংলাদেশ'

Author Topic: 'মধ্য আয়ের দেশ হওয়ার পথে বাংলাদেশ'  (Read 1817 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মধ্য আয়ের দেশ হতে গেলে দুটি ইনডেক্স ধরা হয়। বাংলাদেশ বর্তমানে দুটি ইনডেক্সেই অনেক সুবিধাজনক অবস্থানে আছে। বর্তমানে আমরা যে ভাবে এগিয়ে যাচ্ছি তা অত্যন্ত আশা জাগানিয়া।

শুক্রবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পরবতী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বর্তমানে বাংলাদেশের জিডিপি সর্ম্পকে তিনি বলেন, গত কয়েক বছরের তুলনায় আমাদের জিডিপি একটি নির্দিষ্ট ধারায় আছে।

বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, পার ক্যাপিটা ইনকামের দিক দিয়ে আমরা মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছি। তবে দুটি শর্ত আছে। জাতিসংঘের একটি কমিটি আছে, যারা তিন বছর সময় নিয়ে কোনো দেশকে মধ্য আয়ের দেশ ঘোষণা করে থাকে। আমরা ২০১৮ সালে আবেদন করবো, তারপর তারা ২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে মধ্য আয়ের দেশ ঘোষনা করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ,শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান, এনবিরআর চেয়ারম্যান নজিবুর রহমান প্রমুখ।
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University

Offline fahad.faisal

  • Hero Member
  • *****
  • Posts: 734
  • Believe in Hard Work and Sincerity.
    • View Profile
Thanks for the information.
Fahad Faisal
Department of CSE