ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের জন্য এনড্রয়েড এপস!!!

Author Topic: ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের জন্য এনড্রয়েড এপস!!!  (Read 2584 times)

Offline Zahir_ETE

  • Full Member
  • ***
  • Posts: 112
  • Always beleive in Yourself
    • View Profile
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ভাইদেরকে আজকে পরিচয় করিয়ে দেব এক চমৎকার কাজের ও শিক্ষনীয় এনড্রয়েড এপস। আমি আমার আগের টিউনে বলেছিলাম যে আমি আবার আসব কাজের এপস নিয়ে ত আমি এসে গেছি।এই এপস টির নাম ElectroDroid হয় তবা অনেকে এটি ব্যবহার করেছেন যারা ব্যবহার করেননি তারা অবশ্যই এটি একবার দেখবেন।এটি হচ্ছে সুইজ আর্মি নাইফের মত এখানে একজন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার এর যা প্রয়োজন তা সবই পাবেন এই এপস টিতে। এই এপস এর মধ্যমে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছাড়াও যে কেউ বের করতে পারবেন রেজিষ্টর কালার কোড এর মান অথবা জেনে নিতে পারেন এসএমডি রেজিষ্টরের মান।এছাড়ও রয়েছে বিভিন্ন ক্যাবল কানেকশন ডায়াগ্রাম,Arduino,Raspberry Pi এর মত ট্রেইনার বোর্ডের পিন আউট ও ডায়াগ্রাম। এক কথায় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর a2z। ত চলূন এক নজরে দেখে নেই কি আছে এপস টিতে:

এই এপস টির ভেতরকার অংশে চারটি ক্যাটগিরিতে সব টুলস্ ভাগ করা আছে। তা হল:

১.ক্যালকেলেটরস্

২.পিন আউট

৩.রিসোর্স

৪.প্লাগ ইনস্
Engr. Md. Zahirul Islam
Assistant Professor
Dept. of Electronics and Telecommunication Engineering
Faculty of Engineering
Daffodil International University