বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য “নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন” অংশের গুরুত্বপ

Author Topic: বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য “নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন” অংশের গুরুত্বপ  (Read 5171 times)

Offline mshahadat

  • Full Member
  • ***
  • Posts: 229
    • View Profile

1) আইনের দৃষ্টিতে ‘সকল নাগরিক সমান’ বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
✔ Ans:-২৭ নং
2 )সন্ত্রাসবাদ কিসের অন্তরায় হিসেবে কাজ করে?
✔ Ans:-সুশাসন
3) সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হল-
✔ Ans:-Good Governance
4) সুশাসনের একপক্ষ সরকার অন্যপক্ষ-
✔ Ans:-জনগন
5) আইনের আনুষ্ঠানিক উৎস হল-
✔ Ans:-সংবিধান
6) বাক-স্বাধীনতার কথা বলা আছে সংবিধানের যে অনুচ্ছেদে-
✔ Ans:-৩৯ নং অনুচ্ছেদে
7) বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে-
✔ Ans:-৪১ নং অনুচ্ছেদে
8) মুসলিম আইনের প্রধান উৎস হল-
✔ Ans:-আল-কোরআন
9) যেখানে দেশপ্রেম নেই সেখানে নেই-
✔ Ans:-সুশাসন
10) আইনের দৃষ্টিতে ‘সকল নাগরিক সমান ’ বলা আছে সংবিধানের যে অনুচ্ছেদে-
✔ Ans:-২৭ নং অনুচ্ছেদে
11) ছায়া সরকার বলা হয়-
✔ Ans:-সংবাদ মাধ্যমকে
12) সুশাসনের মানদন্ড হল-
✔ Ans:-জনগণের সম্মতি ও সন্তুষ্টি
14) বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যার দায়িত্ব-
✔ Ans:-সরকারের
15) ই-গভরনেন্স এর প্রয়োজন হয় মূলত-
✔ Ans:-সু-শাসন প্রতিষ্ঠায়
16) মানবাধিকার লঙ্ঘিত হলে অচল হয়ে পড়ে
✔ Ans:-গনতন্ত্র
17) সরকার ও জনগনের মধ্যে আয়নার মতো কাজ করে-
✔ Ans:-সংবাদ মাধ্যম
18) লালফিতার দৌরাত্মের ফলে ব্যাহত হয় -
✔ Ans:-উন্নয়ন
19) সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষাকল্পে যে আইন প্রবর্তন করা হয়-
✔ Ans:-ফৌজদারি আইন
20) প্রশাসন যন্ত্রের ধারক ও বাহক
✔ Ans:-সরকার
21) সুশাসনের আভাস পাওয়া যায়-
✔ Ans:-ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
22) নিজ ধর্ম চর্চা ও পালন করা হল-
✔ Ans:-সামাজিক অধিকার
23) রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয়
✔ Ans:-সাংবিধানিক আইনকে
24) Morality শব্দটির উৎপত্তি হয়েছে কোন ল্যাতিন শব্দ হতে
✔ Ans:-Moralitas
25) Moralitas হলো--
✔ Ans:-ভালো আচরন
26) নৈতিকতা ও মূল্যবোধ অর্জনের প্রধান উৎস –
✔ Ans:-পরিবার
27) যে অধিকার লঙ্ঘিত হল রাষ্ট্রীয় শাস্তির বিধান নেই-
✔ Ans:-নৈতিক অধিকার
28) আইনের সবচেয়ে প্রাচীন উৎস হল-
✔ Ans:-সামাজিক প্রথা
29) মূল্যবোধের বিকাশ শুরু হয়-
✔ Ans:-শিশুকাল থেকে
30) আধুনিক বিশ্ব যে ধরনের মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করেছে-
✔ Ans:-ব্যক্তিগত মূল্যবোধ
31) যৌতুক নিরোধ আইন প্রতিষ্ঠা করা হয়-
✔ Ans:-১৯৮০ সালে
32) যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়-হয়-
✔ Ans:-১৯৮৬ সালে
33) শিল্প বিপ্লব সামাজিক মূল্যবোধের-
✔ Ans:-অবক্ষয় ঘটিয়েছে
34) ব্যক্তিগত মূল্যবোধ যে বিষয়টিকে লালন করে-
✔ Ans:-স্বাধীনতা
35) প্রতিটি শিশু যে মূল্যবোধ নিয়ে জন্মায়-
✔ Ans:-ব্যাক্তিগত মূল্যবোধ
36) ভারত ও চীনের মূল্যবোধে পরিলক্ষিত হয়-
✔ Ans:-অনেক পুরাতন মূল্যবোধ
37) অপসংস্কৃতির দ্বারা নষ্ট হয়-করেছে-
✔ Ans:-সামাজিক মূল্যবোধ
38) মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহন করা যায় তার মধ্যে অন্যতম হল-
✔ Ans:-নৈতিকতার মূল্যবোধ
39) মানবজীবনের পরিপ্রেক্ষিতে আইনের পাশাপাশি পরিলক্ষিত হয়-
✔ Ans:-নৈতিকতার
40) দেশের দুর্নাম করা যে মূল্যবোধ এর পরিপন্থি
✔ Ans:-জাতীয় মূল্যবোধ
41) যে সমাজ থেকে মুসলিম সমাজে ‘যৌতুক প্রথার’ অনুপ্রবেশ ঘটেছে-
✔ Ans:-হিন্দু সমাজ
42) ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি হল-
✔ Ans:-পেশাগত মূল্যবোধ
43) সংসদীয় গনতন্ত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী কে?
✔ Ans:-প্রধানমন্ত্রী
44) সামাজিক ক্ষেত্রে সুশাসন কোনটি?
✔ Ans:-আইনের শাসন প্রতিষ্ঠা
45) মূল্যবোধগুলো সমাজে কী হিসেবে ভূমিকা পালন করে?
✔ Ans:-সামাজিক পরিবর্তনশীলতা
46) মূল্যবোধ দৃঢ় করে কোনটি?
✔ Ans:-শিক্ষা
47) মূল্যবোধের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
✔ Ans:-values
48) জনগন, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ট প্রত্যয় হল-
✔ Ans:-সুশাসন
49) সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা কোনটি?
✔ Ans:-সংঘাতময় রাজনীতি
50) সুশাসন ধারনাটির উদ্ভাবক সংস্থা কোনটি?
✔ Ans:-বিশ্বব্যাংক
Md.Shahadat Hossain Mir
Senior Administrative officer
Department of Law
Daffodil International University
Campus -3 ( Prince Plaza)
Mail: shahadat@daffodilvsarity@diu.edu.bd
Lawoffice@daffodilvarsity.edu.bd



Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University

Offline mahmudul_ns

  • Full Member
  • ***
  • Posts: 129
  • Never confuse a single defeat with a final defeat.
    • View Profile
Md. Mahmudul Islam
Lecturer, Dept. Of Natural Sciences
Daffodil International University
mahmudul.ns@diu.edu.bd

Offline cmtanvir

  • Jr. Member
  • **
  • Posts: 75
    • View Profile
Tanvir Ahmed
Administrative Officer
Daffodil International University

Offline myforum2015

  • Full Member
  • ***
  • Posts: 218
  • সমস্ত কিছুর নিয়ন্ত্রন এক আল্লাহ্ তায়ালারই
    • View Profile
Solaiman Hoque
Lecturer (Mathematics)
Dept. of NS
solaiman.ns@diu.edu.bd

Offline sisyphus

  • Sr. Member
  • ****
  • Posts: 424
  • RAM
    • View Profile
বিসিএস সিলেবাসে এই বিষয়টির সংযোজন প্রয়োজন ছিল। ভালো ক্যাডার হবার সাথে সাথে ভালো মানুষ হবার জন্যও আরও অনেক বেশী মনোযোগী হওয়া চাই
Mr. Rafi Al Mahmud
Sr. Lecturer
Department of Development Studies
Daffodil International University