Bangla Language and Literature,Marks:35

Author Topic: Bangla Language and Literature,Marks:35  (Read 1342 times)

Offline MahbubDIU

  • Newbie
  • *
  • Posts: 13
  • Test
    • View Profile
Bangla Language and Literature,Marks:35
« on: August 20, 2015, 01:07:24 AM »
1. ’নামাজ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
পর্তুগিজ
ফার্সি
আরবি
হিন্দী
Correct answer is : ফার্সি
2. বাংলা ভাষাকে এককালে কি নামে অভিহিত করা হত?
সংস্কৃত
পালি
গৌড়ভাষা
বাঙ্গাল ভাষা
Correct answer is : গৌড়ভাষা
3. 'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ'- বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয় ?
সমুচ্চয়ী
অনন্বয়ী
পদান্বয়ী
অনুকার
Correct answer is : অনন্বয়ী
4. দেয়াল- রচনাটি কার?
হুমায়ূন আহমেদ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
বুদ্ধদেব বসু
সেলিনা হোসেন
Correct answer is : হুমায়ূন আহমেদ
5. হ্ম-এর বিশ্লিষ্ট রূপ-
ক ষ
ক ষ ণ
ক ষ ম
হ ম
Correct answer is : হ ম
6. আব্দুল্লাহ আল মামুন- এর গ্রন্থ নয় কোনটি?
সুবচন নির্বাসনে
এখনও ক্রীতদাস
হারেম
খলনায়ক
Correct answer is : হারেম
7. দেনা পাওনা(উপন্যাস) এর লেখক কে?
রবি ঠাকুর
শ্রীকান্ত
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
লুতফর রাহমান
Correct answer is : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
8. ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ-
গুপ্তপথ
বাতায়ন
চিলেকোঠা
সিংহদ্বার
Correct answer is : সিংহদ্বার
9. বাংলাসাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ কোনটি?
জগৎ মোহিনী
বসন্ত কুমারি
আয়না
মোহিনী প্রেমপাস
Correct answer is : বসন্ত কুমারি
10. ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল্ পার্থক্য-
জীবনানুভূতির গভীরতায়
দৃষ্টিভঙ্গির সূক্ষতায়
কাহিনীর সরলতা ও জটিলতায়
ভাষার প্রকারভেদ
Correct answer is : জীবনানুভূতির গভীরতায়
11. মন্দির শরৎচন্দ্রের কী?
উপন্যাস
গল্প
নাটক
কোনটিই না
Correct answer is : গল্প
12. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছেন_
ভুটান, সিকিম
বোম্বে, জয়পুর
কাশী, বেনারস
তিব্বত, নেপাল
Correct answer is : তিব্বত, নেপাল
13. ’Annotation শব্দের অর্থ?
টীকা
স্বরবিন্যাস
ক্রিয়া - অব্যয়
সংশোধন
Correct answer is : টীকা
14. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-
সুন্দরম
লোকায়ত
উত্তরাধিকার
কিছুধ্বনি
Correct answer is : উত্তরাধিকার
15. সওগাত- পত্রিকার সম্পাদক কে ছিলেন?
মোহাম্মদ নাসির উদ্দিন
আবুল কালাম শামসুদ্দিন
কাজী আব্দুল ওদুদ
সিকান্দার আবু জাফর
Correct answer is : মোহাম্মদ নাসির উদ্দিন
16. "কায়কোবাদ" কার ছদ্মনাম?
কাজী নজরুল ইসলাম
মীর মোশাররফ হোসেন
কাজেম আল কোরায়েশী
বন্দে আলী মিয়া
Correct answer is : কাজেম আল কোরায়েশী
17. বামেতর- শব্দটির অর্থ-
বামচোখ
ডান
ইতর
বাম দিক
Correct answer is : ডান
18. ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে?
বেনজির আহমেদ
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাস
শামসুর রাহমান
Correct answer is : কাজী নজরুল ইসলাম
19. কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?




Correct answer is : অ
20. "কাছা ঢিলা" বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
অসাবধান
অসামান্য
মাড়ি খোলা মানুষ
অপরিপক্ক
Correct answer is : অসাবধান
21. কোন কবি ছন্দের যাদুকর নামে পরিচিত?
আলী ইমাম
সত্যেন্দ্রনাথ দত্ত
বেগম রোকেয়া
সুফিয়া কামাল
Correct answer is : সত্যেন্দ্রনাথ দত্ত
22. “কেলিনু শৈবালে, ভুলি কমল - কানন” — এখানে শৈবাল কিসের প্রতীক?
মাতৃভাষা
পরভাষা
বঙ্গভাষা
বঙ্গ - সংস্কৃতি
Correct answer is : পরভাষা
23. আদি বাংলা ছন্দ কোনটি?
পয়ার
মহাপয়ার
ত্রিপদী
অক্ষরবৃত্ত
Correct answer is : পয়ার
24. "আনন্দময়ীর আগমনে" কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
মোসলেম ভারত
ধূমকেতু
পরিচয়
কল্লোল
Correct answer is : ধূমকেতু
25. বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম_
আলালের ঘরের দুলাল
গোরা
দুর্গেশনন্দিনী
হুতোম প্যাঁচার নকশা
Correct answer is : আলালের ঘরের দুলাল
26. পাঞ্জাবী কোন ধরনের শব্দ?
তৎসম
রূঢ়
যোগরূঢ়
যৌগিক
Correct answer is : রূঢ়
27. ‎'নন্দিনী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র?
পোস্টমাস্টার
ছুটি
কাবুলীওয়ালা
রক্তকরবী
Correct answer is : রক্তকরবী
28. সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?
পঞ্চতন্ত্র
কালান্তর
প্রবন্ধ সংগ্রহ
শাশ্বত বঙ্গ
Correct answer is : পঞ্চতন্ত্র
29. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।
ইচ্ছাময়
ঐচ্ছিক
ইচ্ছুক
অনিচ্ছা
Correct answer is : ঐচ্ছিক
30. 'একাদশে বৃহস্পতি'-এর অর্থ কী?
আশার কথা
সৌভাগ্যের বিষয়
মজা পাওয়া
আনন্দের বিষয়
Correct answer is : সৌভাগ্যের বিষয়
31. 'প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে ' গানটির গীতিকার কে?
শাহ আব্দুল করিম
রাধারমন
শেখ ওয়াহিদ
কুদ্দুস বয়াতি
Correct answer is : শাহ আব্দুল করিম
32. কমলে কাহিনী কার নাটক?
মাইকেল
দীনবন্ধু
রবি ঠাকুর
কায়কোবাদ
Correct answer is : দীনবন্ধু
33. ‘খোদ+আই’ কোন প্রত্যয়?
সংস্কৃত কৃৎ প্রত্যয়
বাংলা কৃৎ প্রত্যয়
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
Correct answer is : তদ্ধিত প্রত্যয়
34. জীবে দয়া করে সাধুজন ।এখানে জীবে কোন কারকের কোন বিভক্তি ?
কর্মে শূন্য
করণে সপ্তমী
অধিকরণে সপ্তমী
সম্প্রদানে সপ্তমী
Correct answer is : সম্প্রদানে সপ্তমী
35. ‘আবোল-তাবোল’ কার লেখা?
উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
সুকুমার রায়
সত্যজিৎ রায়
Correct answer is : সুকুমার রায়

Offline Md. Al-Amin

  • Hero Member
  • *****
  • Posts: 672
  • "Yes"
    • View Profile
Re: Bangla Language and Literature,Marks:35
« Reply #1 on: August 24, 2015, 02:21:08 PM »
Nice...for practice.....