চাকুরীর জন্য পড়াশুনার ওয়েবসাইট

Author Topic: চাকুরীর জন্য পড়াশুনার ওয়েবসাইট  (Read 2047 times)

Offline Tofazzal.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 314
  • Test
    • View Profile
চাকুরীর জন্য আমরা কত কিছুই না করছি। কত রকম গাইড ফলো করছি। অনেক বই পড়ে শেষ করেছি কিন্তু এখনো প্রস্তুতি নিতে পারিনি। কিন্তু চাকরী তো একটা পেতেই হবে। এ সকল সমস্যায় জড়িত আছে আমাদের অধিকাংশ চাকুরীপ্রার্থীরা। এই সমস্যা দূর করার জন্য এসেছে ইন্টারনেট ভিত্তিক পড়াশোনা করার ওয়েবসাইট Readbd.com।

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অতি সহজে আপনার কাঙ্খিত চাকুরীর জন্য অতি অল্প সময়ে প্রস্তুতি নিতে পারবেন। Readbd.com এ রয়েছে বাংলা, ইংরেজী,গণিত, সাধারন জ্ঞান, ধর্মীয় জ্ঞান এবং আরও সকল বিষয়ে প্রশ্নোত্তর যা চাকুরীর পরীক্ষার জন্য সহায়ক ভূমিকা পালন করে।এখানে বিভিন্ন চাকুরী পরীক্ষার প্রশ্নোত্তর দেওয়া আছে,সকল ধরনের আপডেট তথ্য এখানে পাওয়া যায়।

বি.সি.এস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, সহ সকল পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রশ্নোত্তর দিয়ে সকলের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য Readbd.com নিরলস কাজ করে যাচ্ছে। এখানে পড়াশোনা করার জন্য কোন ফি দিতে হয় না। এমনকি কোন কোচিং ছাড়াই ঘরে বসে কোন ফি ছাড়া শুধুমাত্র রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেওয়া যায় এবং নিজেই নিজেকে যাচাই করাযায়। বিশেষ সুবিধা যে ঘরের বাইরে থাকলেও মোবাইল অথবা ট্যাবে পড়াশোনা করা যায়। যার ফলে সবসময়ই নিজেকে পড়াশোনার মধ্যে রাখা সম্ভব হয়। পড়াশোনা ছাড়া কখনই ভালো চাকুরী পাওয়া সম্ভব নয়। তাই Readbd.com এই পড়াশোনাকে সকলের কাছে সহজ ও সুন্দর করে তুলেছে।
Muhammad Tofazzal Hosain
Lecturer, Natural Sciences
Daffodil International University