উইন্ডোজ ১০ ব্যবহার করে আপনার আইফোন এবং আইপ্যাড সিনক্রোনাইজ করবেন যেভাবে

Author Topic: উইন্ডোজ ১০ ব্যবহার করে আপনার আইফোন এবং আইপ্যাড সিনক্রোনাইজ করবেন যেভাবে  (Read 1022 times)

Offline Md. Mahfuzul Islam

  • Newbie
  • *
  • Posts: 45
    • View Profile
আপনি আপনার ডিভাইস ২টি পন্থায় সিনক্রোনাইজ করতে পারবেন। ১# ওয়্যার মেথড এবং ২# ওয়্যারলেস মেথড।



#১ ওয়্যার মেথড-
→ এই পদ্ধতিতে প্রথমে আপনি ডেটা ক্যাবলের মাধ্যমে আপনার ডিভাইসটি পিসির সাথে কানেক্ট করুন।

→ এবার আপনার পিসি থেকে আইটিউন সফটওয়্যারটি ওপেন করে ডিভাইস অপশনে ক্লিক করুন (যদি সেটা আটোমেটিক ওপেন না হয় তো)।

→ এবার সেখান থেকে প্রতিটা ট্যাবে ক্লিক করুন। যেমন, মিউজিক, মুভি, টিভি শো, ফটোস, ইত্যাদি।

→ এবার আপনি যেগুলো সিন্স করতে চান সেগুলোর সেটিং এনাবেল বা ডিজাবেল করে দিন।

→ সর্বশেষ সিন্স বাটনে প্রেস করে সিনক্রোনাইজ করে নিন ফোনের সকল ডাটা। আর ইচ্ছামতো ব্যাকআপ রাখুন।

#২ ওয়্যার লেস মেথড-
→ প্রথমে আপনার পিসি এবং ডিভাইসটি ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করুন।

→ এবার পিসিতে আইটিউন ওপেন করে সেখানে আপনার ডিভাইসটি কানেক্ট করুন।

→ ঠিক একই ভাবে ডিভাইস বাটনে ক্লিক করুন যদি কিনা সেটি একা একাই চালু না হয়।

→ এবার এই অপশনটি “Sync this iPhone over WiFi” চালু করে দিন যেটা অপশনে পাওয়া যাবে।

→ এবার সেটিং টি অ্যাপ্লাই করুন।

→ এখন ঠিক সেই আগের মতো সব গুলা ফোল্ডারে প্রবেশ করে সেটিং টি ঠিক করে নিন।

→ ব্যাস কাজ শেষ। এবার ইচ্ছা মতো ডাটা সিনক্রোনাইজ করে রাখুন।