Important Vocabulary

Author Topic: Important Vocabulary  (Read 849 times)

Offline Shah Alam Kabir Pramanik

  • Hero Member
  • *****
  • Posts: 542
  • Test
    • View Profile
Important Vocabulary
« on: September 14, 2015, 01:11:32 PM »
১. Commuters - পথচারী।
২. Heavy traffic congestion - প্রচণ্ড ট্রাফিক জ্যাম।
৩. Anti vat demonstration - ভ্যাট বিরোধী আন্দোলন।
৪. Salinity tolerant rice - লবণাক্ততা সহনশীল ধান।
৫. Higher yield production - উচ্চ ফলনশীল।
৬. Abusive language - অমার্জিত ভাষা।
৭. Untrue allegations - অসত্য দোষারোপ।
৮. Pretext - অজুহাত।
৯. Indirect tax - পরোক্ষ কর।
১০. Huge gulf - বিশাল পার্থক্য।
১১. Chanting anti -VAT slogan - ভ্যাট বিরোধী স্লোগান দেয়া।
১২. Recurrence of child abuse - শিশু নির্যাতনের পুনরাবৃত্তি।
১৩. Misogyny- নারীদের প্রতি বিদ্বেষ।
১৪. Draft policy - খসড়া নীতিমালা।
১৫. Under the occupation of grabbers -
দখল বাজদের দখলে থাকা।
১৬. Abuzz with chirping of children -
বাচ্চাদের কলকাকলিতে মুখরিত।
১৭. Returnee migrant - ফিরে আসা অভিবাসী।
১৮. Facing social stigma - সামাজিক
অপবাদের মুখোমুখি হওয়া।
১৯. Culture of impunity - বিচারহীনতার সংস্কৃতি।
২০. Mainstay of livelihood -
জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন।