ফেসবুকে লাইকের বদলে আবেগ!

Author Topic: ফেসবুকে লাইকের বদলে আবেগ!  (Read 870 times)

Offline Anuz

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 1988
  • জীবনে আনন্দের সময় বড় কম, তাই সুযোগ পেলেই আনন্দ কর
    • View Profile
ফেসবুকে কিছুদিন আগে ‘ডিসলাইক’ বোতাম চালুর বিষয়ে নানা ধরনের আলোচনা হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। এবার ‘লাইক’ অপশনের বদলে ইমোশনাল রিঅ্যাকশন, অর্থাৎ আবেগের প্রকাশ ঘটানো যায় এমন বোতাম যুক্ত হতে যাচ্ছে। লাইকের বদলে এ বোতাম দিয়ে ভালো লাগা, মন খারাপ, আশ্চর্য হওয়া, ভালোবাসা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ব্যবহারকারীরা তাঁদের আবেগ প্রকাশ করতে পারবেন।

ইএনগ্যাজেটের স্প্যানিশ সংস্করণে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের মানসিক ভাবনা প্রকাশের জন্য ভালোবাসা, হাসি, সুখ, আশ্চর্য, মন খারাপ কিংবা রাগান্বিত—এ রকম আইকন যুক্ত করবে লাইকের বদলে। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ডিসলাইক বোতামবিষয়ক আলোচনার কিছুদিন পরেই নতুন এ বোতাম যোগ করার খবর জানা গেল।
ইতিমধ্যে লাইকের বদলে যে সাতটি আইকন হতে পারে সেটি নিশ্চিত করেছে একাধিক সংবাদমাধ্যম। তবে এটা জানা যায়নি ব্যবহারকারীদের দেয়ালে ব্যবহারের পর আইকনগুলো কেমন বা কীভাবে দেখাবে।
বিষয়টা অনেকটা সংবাদমাধ্যমবিষয়ক ওয়েবসাইট বাজফিডের মতো হতে পারে যেখানে প্রতিটি নিবন্ধের পর এলওএল বা ডব্লিউটিএফ ধরনের স্টিকার যুক্ত করা থাকে।
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University