আল কোরআনের অর্থ না বোঝার কারণে মূলত আমরা ১০টি জিনিস হারাচ্ছি।

Author Topic: আল কোরআনের অর্থ না বোঝার কারণে মূলত আমরা ১০টি জিনিস হারাচ্ছি।  (Read 1074 times)

Offline cmtanvir

  • Jr. Member
  • **
  • Posts: 75
    • View Profile
পূর্ণাঙ্গ জীবনবিধান আল কোরআন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর উম্মতরা কিয়ামত পর্যন্ত পথ যাতে পথভ্রষ্ট্র না হয় সেকারণে মহান আল্লাহ তায়ালা নবীজী (সা.) এর উপর পুর্ণাঙ্গ কোরআন নাজিল করেছেন। কিন্তু আল কোরআনের লেখাগুলো আরবি ভাষায় হওয়ায় আমরা অনেকেই অর্থ বুঝতে পারি না। আবার বাংলায় বা স্ব স্ব মুসলমানদের নিজস্ব ভাষায় যেগুলোর অর্থ করা আছে, কোরআন পড়ার সময় অনেকেই আমরা অর্থ পড়িনা। আল কোরআনের অর্থ না বোঝার কারণে মূলত আমরা ১০টি জিনিস হারাচ্ছি।
 ১. আপনি হারাচ্ছেন অন্তরে দৃঢ়তা লাভের সুযোগ!
 ২. আপনি হারাচ্ছেন তিলাওয়াতের উদ্দেশ্য!
 ৩. কুর’আন নাযিলের উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হচ্ছেন!
 ৪. আপনার মন হতে পারতো একটি সজ্জিত উদ্যান!
৫. আপনি হারাচ্ছেন রুগ্ন ও ব্যধিগ্রস্ত অন্তর থেকে আরোগ্য লাভের সুযোগ!
 ৬. প্রতিদিন সালাতে আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ হারাচ্ছেন!
৭. সরাসরি হেদায়াত ও পথ নির্দেশনা লাভ থেকে বঞ্চিত হচ্ছেন!
৮. কুর’আনের চোখে বিশ্ব দেখার সুযোগ হারাচ্ছেন!
৯. আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন থেকে বঞ্চিত হচ্ছেন।
১০. আপনার চরিত্র হতে পারতো আল-কুর’আন এর মত!
Tanvir Ahmed
Administrative Officer
Daffodil International University