ইন্টারনেট বিস্তারে প্রযুক্তি জায়ান্টরা

Author Topic: ইন্টারনেট বিস্তারে প্রযুক্তি জায়ান্টরা  (Read 954 times)

Offline Ishtiaque Ahmad

  • Full Member
  • ***
  • Posts: 136
  • Test
    • View Profile

বিশ্বের ৫৭ শতাংশ মানুষ এখনও ইন্টারনেট সুবিধার বাইরে। ২০২০ সালের মধ্যে এ সংখ্যা ৫০ শতাংশে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ। আর এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

বিশ্বব্যাপী ইন্টারনেট ছড়িয়ে দিতে কাজ করে যাওয়া এমন চার প্রতিষ্ঠানের পদক্ষেপ নিয়ে প্রতিবেদন করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ওয়ানওয়েব, গুগল, ফেইসবুক আর স্পেসেক্সের এসব পদক্ষেপ নিয়েই এই প্রতিবেদন-

ছোট আকারের ৬শ’ কৃত্রিম উপগ্রহ বসাতে কাজ করছে ওয়ানওয়েব। ভূ-পৃষ্ঠ থেকে সাড়ে ৭শ’ মাইল উপরে এই কৃত্রিম উপগ্রহগুলো বসানো হবে। অনেক কম দূরুত্বে থাকায় বাড়বে ইন্টারনেটের গতি। গ্রেগ ওয়াইলারের নেতৃত্বে রিচার্ড ব্যানসন বানিয়েছেন এটি। এ প্রকল্প বাস্তবায়নে দেড়শ’ থেকে দুইশ’ কোটি ডলার খরচ হতে পারে বলে জানিয়েছেন ওয়াইলার। ২০১৯ সালে এটি শুরু করার আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে সেবাদাতা প্রতিষ্ঠান স্পেসেক্স ৪ হাজার কম খরচের, ছোট ও ধ্বংসযোগ্য কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করেছে। এটিও ওয়ানওয়েবের মতো সাড়ে ৭শ’ মাইল উচ্চতায় কৃত্রিম উপগ্রহ স্থাপন করবে। বর্তমান কৃত্রিম উপগ্রহগুলোর থেকে এই কৃত্রিম উপগ্রহগুলো আরও বেশি কার্যকরী হবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক। চলতি বছর জানুয়ারিতে গুগল আর ফিডেলিটি নামের একটি প্রতিষ্ঠান এই প্রকল্পের সহায়তায় ১শ’ কোটি ডলার তহবিল দেয়। ২০১৬ সালে এ নিয়ে পরীক্ষামূলক কাজ শুরুর আশা করা হচ্ছে।

প্রজেক্ট লুন নামে সৌরচালিত বেলুন দিয়ে ইন্টারনেট সেবা দেওয়ার এক প্রকল্প হাতে নিয়েছে ওয়াব জায়ান্ট গুগল। ৬০ হাজার থেকে ৯০ হাজার ফুট উপরে থাকা এই বেলুনগুলো একটানা ১শ’ দিন করে চলতে পারবে। প্রতিটি বেলুনে ১০ হাজার ডলার খরচ হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রকল্প নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

অ্যাকুইলা নামের একটি চালকবিহীন ইন্টারনেট সেবাদাতা বিমান বানিয়েছে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক। সৌরকোষ দিয়ে বানানো এই বিমানে ১শ’ ৪০ফুট দৈর্ঘ্যের ডানা রয়েছে। ৬০ হাজার ফুট উচ্চতায় একটানা তিন মাস চলতে পারবে বলে জানিয়েছেন এর প্রধান প্রকৌশলী অ্যান্ডি কক্স। ৫০ ব্যাসার্ধে এটি লেজার রশ্মির মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেবে। সামনে এটি নিয়ে পরীক্ষা চালানোর কথা জানিয়েছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ।

সবগুলো প্রকলপ ঠিকভাবে বাস্তবায়িত হলে, সারাবিশ্বে ইন্টারনেট ছড়িয়ে পড়াতা হয়তো আর অসম্ভব থাকবে না।