Mercury(বুধ) is the innermost and smallest planet in the Solar System

Author Topic: Mercury(বুধ) is the innermost and smallest planet in the Solar System  (Read 3066 times)

Offline ashiqbest012

  • Hero Member
  • *****
  • Posts: 1186
  • I love my University
    • View Profile
বুধগ্রহ (Mercury):  বুধ সূর্যের সবচেয়ে কাছের এবং আমাদের সৌর জগতের সবচেয়ে ছোট গ্রহ। বুধের কথা মানুষ বহুকাল আগে থেকেই জানে।



বুধ এর ছবি।



800px Planets2008 বুধ গ্রহ, সৌর জগতের সবচেয়ে ছোট গ্রহ। | Techtunes

সৌর জগতে বুধ এর অবস্থান।

সূর্য থেকে এটি প্রায় ৫.৭৯ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আর পৃথিবী থেকে প্রায় ১৫.৫ কোটি কিলোমিটার দূরে। এর ভর পৃথিবীর ০.০৬ গুণ আর ব্যাস ০.৩৮ গুণ। এর গড় ঘনত্ব পানির ৫.৪ গুণ। সূর্যের চারপাশে আবর্তন করতে এর সময় লাগে ৮৮ দিন। Mariner 10 নামে একটি spacecraft  1974 থেকে 1975 সালে এর ভূপৃষ্টের ৪৫% পর্যন্ত ম্যাপ করতে পারে।



চিত্রঃ Mariner 10 spacecraft

আরেকটি spacecraft হচ্ছে MESSENGER spacecraft যেটি January 14, 2008 তার প্রথম উড্ডয়েনে বাকি ৩০% ম্যাপ করছে।



চিত্রঃ MESSENGER Spacecraft

এটি এখনো বুধ এর কক্ষপথে রয়েছে এর গ্রহটির বিভিন্ন অংশ ম্যপিং করার জন্য এবং ২০১১ সাল পর্যন্ত থাকবে।

এর উপরিভাগের তাপমাত্রা -১৮৩ থেকে ৪২৭ সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে।  এর বায়ুমণ্ডলে প্রধানত সোডিয়াম, হিলিয়াম, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত।



চিত্রঃ বুধ এর গঠন।

এটির কেন্দ্রে একটি বিশাল লোহার মজ্জা রয়েছে। যার জন্য এর চৌম্বক শক্তি পৃথিবী থেকে ১% বেশি। এর এই লোহার মজ্জার কারনে আয়তনের তুলনায় এর গ্র্যভিটি একটু বেশি। এটির নামটি আসছে রোম থেকে  তাদের God Mercury এর নামে বুধ গ্রহের নাম Mercury।  Mercury মানে পারদ নামে একটি ধাতুর নাম। আর তারা  Mercury বলতে বুঝে গ্রীকদেবতাদের বার্তাবাহী দেবতা।

এর গঠনকে তিন ভাগে ভাগ করা যায়।



1.     Crust(ভূত্বক) —100–300 কিলো মিটার পুরু

2.     Mantle(মধ্য ভাগ)—600 কিলো মিটার পুরু

3.     Core(মর্জ্জা)—1,800 কিলো মিটার হচ্ছে এর ব্যসার্ধ।

বুধ দেখতে কিছুটা চাঁদ এর মত। এটি প্রতিদিন সকালে এবং চাঁদ রাতে দেখা যায়।



Name: Ashiq Hossain
ID: 121-14-696 & 083-11-558
Faculty of Business & Economics
Daffodil International University
Cell:01674-566806

Offline shohel

  • Full Member
  • ***
  • Posts: 116
    • View Profile
very very amazing and thoughtfull post.Everybody should learn this for his/her own interest and can increase general knowledge.





Sohel