মহাকাশের জঞ্জাল কি মহাযুদ্ধ ডেকে আনবে ?

Author Topic: মহাকাশের জঞ্জাল কি মহাযুদ্ধ ডেকে আনবে ?  (Read 811 times)

Offline Shahrear.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 430
  • Plan living, High Thinking, Love After Marriage !!
    • View Profile
    • Shahrear Khan Rasel
পৃথিবীর মহাকাশে ঘূর্ণায়মান মানবসৃষ্ট জঞ্জাল মহাযুদ্ধের কারণ হয়ে দেখা দিতে পারে বলে আশংকা ব্যক্ত করেছেন রাশিয়ার বিজ্ঞানী ভিতালি আদুশকিন। অ্যাক্টা অ্যাস্ট্রোনটিকস নামের সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে এ আশংকা ব্যক্ত করেন তিনি।
 
নিবন্ধে বলা হয়েছে, মহাকাশ যুগের সূচনা থেকে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি রকেট ছোঁড়া হয়েছে। ফলে গত ৬০ বছরে মানবসৃষ্ট কোটি কোটি জঞ্জালে ভরে গেছে পৃথিবীর কক্ষপথ। নাসার দেয়া হিসাবে বলা হয়েছে, পৃথিবীর কক্ষপথে প্রায় পাঁচ লাখ জঞ্জাল ঘুরছে। এগুলোর কোনো কোনোটি আকারে মার্বেলের সমান বা তার চেয়ে বড়। এছাড়া, পরিধি অন্তত ১২ ইঞ্চি হবে -এমন জঞ্জাল রয়েছে প্রায় ২৩ হাজার। অন্যদিকে ক্ষুদ্র আকারেরও কোটি কোটি জঞ্জাল রয়েছে। আকারে ছোট হওয়ায় এগুলোকে চিহ্নিত করা দুস্কর হয়ে পড়েছে। এসব জঞ্জাল ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটারের বেশি বেগে মহাকাশ যানকে আঘাত হানতে পারে বলে আশংকা করা হচ্ছে।
 
জঞ্জালের আঘাতে পৃথিবীর কক্ষপথের সামরিক উপগ্রহ ক্ষতিগ্রস্ত হলে তা নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। জঞ্জালের আঘাতেই সামরিক উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয়েছে তা চট করে ঝোঝার উপায় না থাকায় এ নিয়ে উপগ্রহ পাঠানো দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির ব্যাপক অবকাশ থেকে যাচ্ছে। আর সম্ভাব্য এসব ঘটনাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত মহাযুদ্ধ লেগে যেতে পারে বলে আশংকা প্রকাশ করেন ভিতালি আদুশকিন।

We are in a grave danger !!
Shahrear Khan Rasel
Sr. Lecturer
Dept. of GED
Daffodil International University

Offline afrin.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 423
  • Test
    • View Profile
Thanks...for sharing