মার্চে আসছে বিশ্বের প্রথম ৬ জিবি র‍্যামের ফোন

Author Topic: মার্চে আসছে বিশ্বের প্রথম ৬ জিবি র‍্যামের ফোন  (Read 1313 times)

Offline tasnuva

  • Sr. Member
  • ****
  • Posts: 344
    • View Profile
একটা সময় ছিল যখন ফোনে এক গিগাবাইট র‍্যামের কথা কল্পনাই করা যেত না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ধীরে ধীরে বেড়েছে র‍্যামের কলেবর। বর্তমানে বাজারে ৪ গিগাবাইটের র‍্যামের ফোনও সহজলভ্য হয়ে উঠেছে। এবার স্মার্টফোনে র‍্যাম ব্যবহার এগিয়ে গেল আরেক ধাপ। আগামী মার্চে চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বাজারের আনছে এক্সপ্লে৫ মডেলের একটি হ্যান্ডসেট। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬ গিগাবাইট র‍্যাম। মার্চের ১ তারিখে ফোনটি বাজারে ছাড়া হবে।ফোনটি চলবে স্ন্যাপড্রাগন৮২০ প্রসেসরে। এর কার্ভড স্ক্রিনে রয়েছে দুটি সাইড, যা অনেকটা স্যামসাংয়ের এইজ সিরিজের স্মার্টফোনের মত। ৬ জিবি র‍্যামের এই ফোনটিতে রয়েছে সোলার চার্জিং ফিচার। এই ফিচারটির কথা নিশ্চিত করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান। ইতোমধ্যে স্মার্টফোনটির বেশকিছু তথ্য ফাঁস হয়েছে। জানা গেছে, ভিভো এক্সপ্লে৫ এ ৬ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রয়েছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। চার হাজার ৩০০ মেগাহার্জের ব্যাটারি দেবে দীর্ঘস্থায়ী চার্জের নিশ্চয়তা। তবে ফোনটির দাম নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
শুধু যে ভিভো এক্সপ্লেতেই ৬ গিগাবাইট র‍্যাম ব্যবহার করা হয়েছে তা নয়, চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান লিইকো’ও ৬ গিগাবাইট র‍্যাম বাজারে ছাড়তে পারে বলে গুজব রয়েছে। এছাড়া মোবাইল জায়ান্ট স্যামসাং ঘোষণা দিয়েছে, খুব শিগগির প্রতিষ্ঠানটি ৬ গিগাবাইট র‍্যামের ফোন বাজারে ছাড়বে।
Tasnuva Ali
Senior Lecturer
Department of ETE
Daffodil International university