নন–ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১৯৬ জন

Author Topic: নন–ক্যাডারে নিয়োগ পাচ্ছেন ১৯৬ জন  (Read 1314 times)

Offline Md. Alamgir Hossan

  • Hero Member
  • *****
  • Posts: 935
  • Test
    • View Profile
৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৬ জনকে নন–ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিধি অনুযায়ী এই বিসিএসে ক্যাডার পদে নিয়োগ পাননি, এমন প্রার্থীদের মধ্য থেকে তাঁদের নিয়োগের সুপারিশ করা হয়েছে। তাঁরা বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থায় নিয়োগ পাবেন।
আজ বুধবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সবচেয়ে বেশি ৩৭ জনকে সুপারিশ করা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের অধীন সমাজসেবা কর্মকর্তা বা সমপর্যায়ের পদের জন্য। ২৭ জনকে সুপারিশ করা হয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন সহকারী পরিচালক পদে। ১৫ জনকে সুপারিশ করা হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক পদে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে সুপারিশ করা হয়েছে ১৩ জনকে। বাকিদের অন্যান্য সংস্থায় বিভিন্ন পদের জন্য সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।