বন্ধ্যাত্বের চিকিৎসায় ক্যান্সার ঝুঁকি

Author Topic: বন্ধ্যাত্বের চিকিৎসায় ক্যান্সার ঝুঁকি  (Read 1269 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
নানা কারণে বন্ধ্যা নারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে হরমোনাল ফার্টিলিটি চিকিত্সাও। তবে নতুন এক গবেষণার দাবি—এ ধরনের অনেক চিকিত্সাই বাড়িয়ে তুলতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি।

সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকরা বলছেন, যেসব নারী কৃত্রিম প্রজননের সাহায্য নেন কিংবা বন্ধ্যাত্বের কারণে হরমোনাল ফার্টিলিটির চিকিত্সা করান, তাঁদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে অনেক বেশি।

‘ইনভিট্রো ফার্টিলাইজেশন’ বা ‘আইভিএফ’-এর সাহায্যে এখন অনেকেই গর্ভধারণ করেন। এই আইভিএফের জন্য প্রয়োজন ‘কনট্রোলড ওভারিয়ান স্টিমিউলেশন’ (সিওএস)। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের মুখ্য গবেষক ফ্রিডার মতে, সিওএস করালে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

দুই ধরনের টিস্যু দিয়ে স্তন গঠিত। ঘন ফাইব্রোগ্ল্যান্ডুলার ও পাতলা ফ্যাটি টিস্যু। যাঁদের স্তন ভারী ও টিস্যুর ঘনত্ব বেশি, তাঁদের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি পাতলা স্তনের নারীদের তুলনায় ৪ থেকে ৬ শতাংশ বেশি। গবেষণায় দেখা গেছে, যাঁদের স্তনের টিস্যুর ঘনত্ব বেশি তাঁরা অনেক বেশি বন্ধ্যাত্বের সমস্যায় ভোগেন। সিওএস চিকিত্সা করালে শরীরে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন বেড়ে যাওয়ায় স্তনের টিস্যুর ঘনত্ব বাড়ে, যা আবার স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। সূত্র : আনন্দবাজার।

- See more at: http://www.kalerkantho.com/print-edition/last-page/2016/04/20/349400#sthash.cBnSyunM.dpuf
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar

Offline smriti.te

  • Hero Member
  • *****
  • Posts: 634
  • Test
    • View Profile