কত দূর থেকে টিভি দেখবেন?

Author Topic: কত দূর থেকে টিভি দেখবেন?  (Read 683 times)

Offline Ishtiaque Ahmad

  • Full Member
  • ***
  • Posts: 136
  • Test
    • View Profile
যখনই নতুন টিভি কেনার প্রশ্ন আসে, অনেকের কাছে মূল বিতর্কের বিষয়টি থাকে 'পর্দার আকার'। কোনো ভাগ্যবান যদি ৫৫ ইঞ্চির টিভি ৪২ ইঞ্চির সমান দামে পেয়ে যান, তাহলে কি আর কেউ ছোট টিভি কিনবেন? সাধারণত সে সময় ছোট টিভি বাদ দিয়ে বড় টিভির দিকেই চোখ দেওয়ার কথা, তাই না?



কিন্তু না, সব সময় শুধু আকারে বড় দেখেই টিভি কেনা উচিত হবে না, আকারটা ঠিক করতে হবে অবস্থান বুঝে, এমনটাই বোঝা যায় প্রযুক্তি সাইট সিনেট-এর এক প্রতিবেদন থেকে।

যদি কেউ দেয়ালে লাগানো বড় টিভি কিনতে চান, সেক্ষেত্রে আগে বুঝে নিতে হবে ঘরের কোন দেয়ালটিতে আপনি টিভি রাখবেন। টিভি দেখার সময় 'ভিউয়িং অ্যাঙ্গেল' বা দৃষ্টিকোণ কেমন হবে তাও বুঝে নিতে হবে, এক্ষেত্রে ঘরের আসবাবপত্র আবার নতুন করে সাজানোর দরকারও হতে পারে।

আবার যদি কোনো ছোট ঘরে টিভি রাখতে হয়, তবে কত দূরত্ব বজায় রেখে টিভি দেখলে তা ঠিকঠাকভাবে মানানসই হবে, তাও ভাবার বিষয়।

আমেরিকান ভিজুয়াল রিপ্রোডাকশন স্ট্যান্ডার্ড-এর মতে, টিভি দেখার দূরত্ব যাচাই করার সর্বোত্তম উপায়টি হচ্ছে- টিভি'র পর্দার যত ইঞ্চি তাকে ০.৮৪ দিয়ে ভাগ দেওয়া। কেউ যদি ৬৫ ইঞ্চির টিভি কিনতে চায় তাহলে ৬৫-কে দশমিক ৮৪ দিয়ে ভাগ দিলে পাওয়া যায় ৭৭ ইঞ্চি।

সে হিসেবে ২৮ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ২ দশমিক ৭ ফিট, ৩২ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৩ দশমিক ২ ফিট, ৪০ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৪ ফিট, ৪৩ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৪ দশমিক ২ ফিট, ৪৮ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৪ দশমিক ৮ ফিট, ৫০ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৫ ফিট, ৬০ ইঞ্চির টিভি হলে দূরত্ব হবে ৬ ফিট আর ৮৫ ইঞ্চির টিভি হলে দূরুত্ব হবে ৮.৪ ফিট।