২০১৭ সালে আসছে গুগলের পরিবর্তনযোগ্য হার্ডওয়্যারের স্মার্টফোন

Author Topic: ২০১৭ সালে আসছে গুগলের পরিবর্তনযোগ্য হার্ডওয়্যারের স্মার্টফোন  (Read 685 times)

Offline faruque

  • Hero Member
  • *****
  • Posts: 655
    • View Profile
২০১৭ সালে আসছে গুগলের পরিবর্তনযোগ্য হার্ডওয়্যারের স্মার্টফোন



মডিউলার ফোন ধারণাটি মোবাইল শিল্পের জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন বলা যায়। আর সার্চ জায়ান্ট গুগল তাদের বার্ষিক ডেভলপার সম্মেলনে ঘোষণা দিয়েছে, পরিকল্পনার সবকিছু ঠিকমতো থাকলে গ্রাহকরা ২০১৭ সাল নাগাদ তাদের 'প্রোজেক্ট অ্যারা' স্মার্টফোনটি তাদের হাতে পাবে।

মডিউলার স্মার্টফোন হল পরিবর্তনযোগ্য হার্ডওয়্যারের স্মার্টফোন। যেখানে ব্যবহারকারি তার প্রয়োজন অনুযায়ী স্মার্টফোনের কনফিগারেশন করে নিতে পারবে। উদাহরণ হিসাবে বলা যায়, যদি কোন ব্যবহারকারি মোবাইল ফটোগ্রাফি করতে চান তাহলে তিনি অনেক বেশি মেগাপিক্সেল ও অধিক সেন্সরের ক্যামেরা মডিউল যোগ করে নিতে পারবেন। এই ফোনে ব্যবহারকারিরা ফোনের ইচ্ছে মতো যন্ত্রাংশ পরিবর্তন করতে পারবে। 'প্রোজেক্ট অ্যারা'তে তৈরি স্মার্টফোনগুলোতে থাকবে পরিবর্তনযোগ্য ছয়টি মডিউল।

৫.৩ ইঞ্চির ডিসপ্লের এবং অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণের এই ফোনটি  চলতি বছর ডেভেলপারদের হাতে আসবে। আর গ্রাহকরা পাবেন ২০১৭ সাল নাগাদ।

সম্মেলনে এই স্মার্টফোনের ঘোষণার সাথে গুগল এর প্রচারনার জন্য নতুন একটি ভিডিও প্রকাশ করেছে।