পাওয়ার পয়েন্টের স্লাইডকে ফ্লাশে রূপান্তর

Author Topic: পাওয়ার পয়েন্টের স্লাইডকে ফ্লাশে রূপান্তর  (Read 1153 times)

Offline raiyan

  • Full Member
  • ***
  • Posts: 132
    • View Profile
বিভিন্ন প্রয়োজনে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরী করে থাকি।
এই পাওয়ার পয়েন্টের স্লাইডগুলোক সাধারণত অন্য কোন সফটওয়্যারে খোলা যায় না
বা অন্য ফরম্যাটে রূপান্তর করা যায় না। কিন্তু আপনি চাইলে পাওয়ার পয়েন্টের
স্লাইডগুলোকে শকওয়েভ ফ্লাশে রূপান্তর করতে পারেন।
অথোর পয়েন্ট লাইট সফটওয়্যার দ্বারা পাওয়ার পয়েন্টের সকল ভার্সনের মূল বা
স্লাইড এক্সটেনশনের (.ppt, .pps, .pptx এবং .ppsx ফরম্যাটের) ফাইলগুলোকে
শকওয়েভ ফ্লাশ .swf ফরম্যাটের রূপান্তর করা যাবে। রূপান্তর হলে একটি
ফোল্ডারে এগুলো আলাদা আলাদা শকওয়েভ ফ্লাশ ফাইলে থাকবে এবং মূল একটি শকওয়েভ
ফ্লাশ ফাইল তৈরী হবে সাথে একটি এইচটিএমএল ফাইল তৈরী হবে। এছাড়াও ফ্লাশের
এই ফাইলগুলো অথোর স্ট্রিম (www.authorstream.com) এবং উইজিকে
(www.wiziq.com) আপলোড করা যাবে। যা অন্যদের সাথে শেয়ারও করা যাবে। ৪.২১
মেগাবাইটের ফ্রি এই সফটওয়্যারটি www.authorgen.com থেকে ডাউনলোড করতে
পারেন।
Raiyan Mustafa
Assistant Director, IT
DIU