২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য বাজেটে উত্থাপিত আয়কর আইনের প্রস্তাবিত পরিবরতনসমুহঃ

Author Topic: ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য বাজেটে উত্থাপিত আয়কর আইনের প্রস্তাবিত পরিবরতনসমুহঃ  (Read 3725 times)

Offline rkmasud

  • Newbie
  • *
  • Posts: 20
    • View Profile
 ব্যক্তি করদাতার ক্ষেত্রেঃ

১) ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ২,৫০,০০০ টাকা, তবে মহিলা ও ৬৫ বছরের বেশি পুরুষ করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩,০০,০০০ টাকা । প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা ৩,৭৫,০০০ টাকা ও মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,২৫,০০০ টাকা ।
করযোগ্য আয়ের উপর প্রযোজ্য করহার সমুহ নিম্নরুপঃ
পরবর্তী ৪,০০,০০০ টাকার উপর ১০%
পরবর্তী ৫,০০,০০০ টাকার উপর ১৫%
পরবর্তী ৬,০০,০০০ টাকার উপর ২০%
পরবর্তী ৩০,০০,০০০ টাকার উপর ২৫%
অবশিষ্ট টাকার উপর ৩০%
তবে করযোগ্য আয়ের পরিমান যাই হোক না কেন প্রত্যেক করদাতাকে নুন্নতম ৪,০০০ টাকা ট্যাক্স দিতে হবে ।

২) সরকারি, বেসরকারি সকল কর্মকর্তা কর্মচারীর বেতন,ভাতা, বোনাস ইত্যাদির উপর কর আরোপ হবে ।

৩) নগদ বাড়িভাড়া ভাতা মুল বেতনের ৫০% / বার্ষিক ৩,০০,০০০ টাকা যেটি কম সেটি পর্যন্ত করমুক্ত হবে ।

৪) নিয়োগকর্তার থেকে গাড়ি সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে মুল বেতনের ৫% / বার্ষিক ৬০,০০০ এই দুইয়ের মধ্যে যেটি ছোট তা আয়ের সাথে যুক্ত হবে।

৫) নগদ চিকিৎসা ভাতা মুল বেতনের ১০% / বার্ষিক ১,২০,০০০ টাকা যেটি কম সেটি পর্যন্ত করমুক্ত হবে ।

৬) গ্রাচ্যুয়িটি খাতের করমুক্ত আয়ের সীমা ২,৫০,০০০ টাকা নির্ধারণ ।

৭) তালিকাভুক্ত কম্পানির শেয়ার হতে প্রাপ্ত লভাংশ ২৫,০০০ টাকা পর্যন্ত করমুক্ত হবে ।

৮) Equity Mutual Fund ও Fixed Mutual Fund এর আয় উভয় ক্ষেত্রে ২৫,০০০ টাকা পর্যন্ত করমুক্ত হবে ।

৯) পেনশনার সঞ্চয়পত্র সহ সকল সঞ্চয়পত্রের সুদের উপর উৎসে কাটা ট্যাক্স চূড়ান্ত করদায় হিসাবে গণ্য হবে

১০) Workers Profit Participation Fund ক্ষেত্রে হতে শ্রমিকদের প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে ।

১১) ওয়েজ আর্নার ডেভোলপমেন্ট বন্ডের সুদ সহ ৭ ধরনের বন্ডের সুদ করমুক্ত হবে ।

১২) লীজ দলিল ও পজেসন বিক্রয় দলিলকে মুলধনি মুনাফা করের আওতায় আনা ।

১৩) কোন করদাতার নিট সম্পদ যদি ২ কটি ২৫ লক্ষ টাকার বেশি হয় তবে তাকে নুন্নতম ৩,০০০ টাকা সারচার্জ দিতে হবে, সারচার্জের অন্যান্য হার আগের মতই বহাল থাকবে ।

১৪) সকল করদাতার আয় বর্ষ হবে জুলাই টু জুন ।

১৫) বিদেশি নাগরিকদের বাংলাদেশে কোন কোম্পানী তে পরিচালক হবার জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক না করা ।

১৬) ইংলিশ মিডিয়াম স্কুলে সন্তান ভর্তির ক্ষেত্রে পিতা/মাতা/অভিবাবকের ১২ ডিজিটের টিআইএন সনদ বাধ্যতামূলক ।

১৭) সার্বজনীন স্ব-নিরধারনি (ধারা ৮২বিবি) কর নির্ধারণ পদ্ধতিতে দাখিল করা রিটার্নের ক্ষেত্রে Scrutiny assessment এর বিধান সংযোজন করা।

১৮) রিটার্ন দাখিলের সময়সীমা ডিসিটি দ্বারা ২ মাস ও জয়েন্ট কমিশনার দ্বারা আরও ২ মাস পর্যন্ত বাড়ানো যাবে ।
Md. Rezaul Karim Masud
Senior Assistant Director ( F & A) and
Income Tax adviser (ITP)
Daffodil International University



Offline Anhar Sharif

  • Full Member
  • ***
  • Posts: 210
  • Test
    • View Profile
Md Anhar Sharif Mollah

Assistant Professor of Finance

Department of Business Administration

            &

Assistant Proctor

Daffodil International University

Cell: +8801758883609