গুগল ম্যাপসের সুবিধা নিতে

Author Topic: গুগল ম্যাপসের সুবিধা নিতে  (Read 1286 times)

Offline Lazminur Alam

  • Sr. Member
  • ****
  • Posts: 337
  • Test
    • View Profile
গুগল ম্যাপস শুধুই মানচিত্র দেখায় না, কীভাবে কোথায় যেতে হবে সে নির্দেশনাও দেয়। সঠিকভাবে ব্যবহার করতে জানলে গুগল ম্যাপস থেকে অনেক সুবিধা পাওয়া সম্ভব।

গুগল ম্যাপে আপনার বাসস্থান এবং কাজের অবস্থান উল্লেখ করে দিন। এতে আপনার কার্যক্ষেত্রে যাওয়া এবং কাজ শেষে বাড়ি ফেরার সময় গুগল সহজে পথ চিনিয়ে দেবে।

গুগল ম্যাপে আপনার পছন্দের জায়গা সংরক্ষণ (সেভ) করে রাখুন। এতে দ্রুত সেসব জায়গায় যাওয়ার রাস্তা দেখাবে।

ম্যাপসের সার্চ বার থেকেই বন্ধুদের অবস্থান খুঁজে নেওয়া যায়। এ জন্য অবশ্য ফোন নম্বর তালিকার নম্বরগুলো যোগ করতে হবে। সে বন্ধুর ঠিকানা যদি গুগল ম্যাপসে সংরক্ষণ করা থাকে এবং আপনার তা দেখার অনুমতি থাকে তবে ম্যাপস আপনাকে তা দেখিয়ে দেবে।

মধ্যাহ্নভোজে কী খাবেন তা যদি নিশ্চিত না হন তবে সার্চে ক্লিক করে Explore Nearby নির্বাচন করুন। আপনার আশপাশের বিভিন্ন রেস্তোরাঁ এবং সেগুলোর পর্যালোচনাসহ দেখাবে।

ব্যক্তিগত গাড়ির সুবিধা না থাকলেও অচেনা শহরে বিপদ থেকে রক্ষা করবে গুগল ম্যাপস। সহজেই কাছের বাসস্ট্যান্ড এবং রাস্তা দেখিয়ে দেবে।

সবচেয়ে বড় কথা, আপনি হয়তো এমন কোথাও যাচ্ছেন যেখানে ইন্টারনেট সংযোগ নেই। সেখানে যাওয়ার আগে অফলাইন ম্যাপ নামিয়ে নিন। এরপর সে এলাকায় সহজেই প্রয়োজন অনুযায়ী রাস্তা দেখাবে, ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।
MD.LAZMINUR ALAM
|| BA (Hons) in English || || MBA in Marketing ||

Senior Student Counselor
Daffodil International University
Cell: 01713493051
E-mail: lazminur@daffodilvarsity.edu.bd
            lazminurat@yahoo.com
Web: www.daffodilvarsity.edu.bd