‘দাম্পত্য’ মানে কী?............ পার্ট - ২

Author Topic: ‘দাম্পত্য’ মানে কী?............ পার্ট - ২  (Read 1946 times)

Offline Anuz

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 1988
  • জীবনে আনন্দের সময় বড় কম, তাই সুযোগ পেলেই আনন্দ কর
    • View Profile
বামপন্থী বিপ্লবী বড় ভাই
ছোট ভাই, আমি তো দাম্পত্যে বিশ্বাসী না। ‘দাম্পত্য’ আসলে বুর্জোয়া, পেটিবুর্জোয়াদের চাপিয়ে দেওয়া একটা কৌশল। দাম্পত্য জীবনে আসলে আধিপত্যবাদের চর্চা করা হয়। একজন আরেকজনের ওপর প্রভাব খাটাতে চায়। ‘আধিপত্য’ শব্দের সামাজিক সংস্করণ হলো ‘দাম্পত্য’।

 

পরিচিত সন্ন্যাসী
দেখো ভায়া, আমি সন্ন্যাস নিয়েছি বছর দশেক হইলো। এ জগৎ-সংসারে আমার বিবাহ করা হয়ে ওঠে নাই। তবে এখন আমি বড় লোনলি ফিল করি। এমতাবস্থায় আমি মনে করি, দাম্পত্য গ্রহণ করিলে আমার ধর্মকর্মের খুব বেশি ক্ষতি হইত না। যদিও প্র্যাকটিক্যালি আমার দাম্পত্যে অভিজ্ঞতা নাই, তথাপি বিষয়টা আমি তোমাকে অনুভব করিয়া বলিতেছি। ‘দাম্পত্য’ মানে দুজনার বিশ্বাস। এ বিশ্বাস থেকেই এ বিশ্ব ভূমণ্ডলের উত্পত্তি। বিশ্বাস শব্দের আরেক রূপ হইলো ‘প্রত্যয়’। মূলত দুজনার প্রত্যয়ের মিলনই ‘দাম্পত্য’...। (বাকিটুকু মনে নেই!)

 

দম্পতি বন্ধু
এদের কাছে গিয়ে পড়েছি বিপদে! দুজনই আমার খুব কাছের মানুষ। প্রশ্নটা তাই দুজনকেই করেছি। কে আগে উত্তর দেবে এটা নিয়েই লেগে গেল মহা ঝগড়া! তাদের কথোপকথনটুকু তুলে দিচ্ছি এখানে

বন্ধু: শোন, দাম্পত্যের মানে হচ্ছে...

বন্ধুপত্নী: আরে রাখো, তোমার মানে! তুমি দাম্পত্যের কী বোঝো, হ্যাঁ? সারা দিন তো আছ অফিস নিয়ে। অফিস কি আমি করি না? ঘর-সংসার সামলাই না...

বন্ধু: দেখো, তুমি কিন্তু একতরফা কথা বলে যাচ্ছ! এই সংসারে কি আমার কোনো অবদান নাই? হাওয়া-বাতাসে চলছে সব?

বন্ধুপত্নী: হ্যাঁ, হাওয়া-বাতাসেই চলছে। আর সেই হাওয়া-বাতাস আমি নিজে। আমি না থাকলে...

বন্ধু: তুমি না থাকলে তো...

বন্ধুপত্নী: কী? আমি না থাকলে কী?

বন্ধু: না মানে, বলতে চাচ্ছিলাম তুমি না থাকলে তো দাম্পত্য জীবনটাই পেতাম না...

এই হলো অবস্থা! আমি আর সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। তবে এটা বুঝেছি, ওই ঝগড়াঝাঁটি না থাকলে দাম্পত্য ব্যাপারটাই থাকত না! জয় ঝগড়াঝাঁটি!
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University