যুক্তরাষ্ট্রের ধনী প্রেসিডেন্টরা: ১-১০ মি. ডলারের সম্পত্তি যাদের

Author Topic: যুক্তরাষ্ট্রের ধনী প্রেসিডেন্টরা: ১-১০ মি. ডলারের সম্পত্তি যাদের  (Read 1511 times)

Offline Saujanna Jafreen

  • Sr. Member
  • ****
  • Posts: 280
  • Test
    • View Profile
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সি জয়ে একটা টাকার খেলা চলে। যার গাঁটের জোর যত বেশি তার জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে তার চেয়ে বেশি গুরুত্ব পায় তহবিল সংগ্রহ। যে যত বেশি তহবিল গঠন করতে পারেন ততই তার হোয়াইট হাউজে যাওয়ার পথ সুগম হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানেই ধনী, সে কথাটি বলা যাবে অনায়াসে। এদের মধ্যে কারও হাতে অর্থ কম, কারো বেশি... এই যা। তবে অন্তত ৯ জন সাবেক প্রেসিডেন্টের নাম নেওয়া যাবে যাদের মোট সম্পদের পরিমাণ ১ মিলিয়ন ডলার অতিক্রম করেনি। এরা হচ্ছেন জেমস বুচানান, আব্রাহাম লিঙ্কন, এন্ড্রু জনসন, ইউলিসেস জি গ্র্যান্ট, জেমস গারফিল্ড, চেস্টার এ আর্থার, উড্রো উইলসন, ক্যালভিন কুলিজ ও হ্যারি এস ট্রুম্যান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই দরিদ্রতম প্রেসিডেন্টদের মধ্যে ছয়জনেই ১৮৫৭ থেকে ১৮৮১ এই সময়ের মধ্যে দেশটি শাসন করেছেন। এই সময়টি ছিলো গৃহযুদ্ধের পূর্ব ও পরবর্তী সময়। আর বলাই চলে যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফদের জন্য সেটি মোটেই সুসময় ছিল না।

তবে ১ মিলিয়ন কিংবা তারও বেশি যাদের সম্পদের পরিমাণ এমন দু’জন হচ্ছেন ২৯তম প্রেসিডেন্ট ওয়ারেন জি হার্ডিং ও ২৫তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে। এরা দু’জনই ছিলেন রিপাবলিকান দলের। হার্ডিং হার্ট অ্যাটাকে মারা গেলে তার প্রেসিডেন্সির অন্ত হয় প্রেসিডেন্সির তৃতীয় বছরেই। একটি সংবাদপত্রের মালিকানাই ছিলো তার আয়ের প্রধান উৎস। আর ম্যাককিনলের চলতো প্রেসিডেন্ট হিসেবে যে বেতন পেতেন তাই দিয়ে। তবে মেয়াদের পুরো পাঁচ বছর পার হওয়ার আগেই সাড়ে চার বছরের মাথায় ম্যাককিনলেকে হত্যা করা হয়।
দুই মিলিয়ন ডলার প্লাস সম্পদের অধিকারী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টর তালিকায় রয়েছেন ডেমোক্র্যাট দলের ফ্র্যাঙ্কলিন পিয়ার্স। তিনি ছিলেন ১৪তম প্রেসিডেন্ট। তিনি বেশ সফল অ্যাটর্নি ছিলেন, নিউ হ্যাম্পশায়ারে কিছু জমি-জমাও ছিলো।

তিন মিলিয়ন ডলার প্লাস সম্পদের অধিকারীদের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক দুই প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফট ও রাদারফোর্ড বি হেইস। দু’জনই রিপাবলিকান। ২৭তম প্রেসিডেন্ট হাওয়ার্ড তার দীর্ঘ আইন ব্যবসা থেকে আয় করেছিলেন। রাদারফোর্ড হেইস ছিলেন ১৯তম প্রেসিডেন্ট। ওহাইওতে তার সহায় সম্পত্তি ছিলো আর অন্য অনেক প্রেসিডেন্টের মতো তিনিও ছিলেন এক সফল অ্যাটর্নি।

চার মিলিয়ন ডলারের ভাগ্য গড়ে গিয়েছিলেন মিলার্ড ফিলমোর। যুক্তরাষ্ট্রের ১৩তম এই প্রেসিডেন্ট নিউইয়র্কে নিজ সম্পত্তি ছিলো। তিনি ছিলেন উইং পার্টির প্রেসিডেন্ট।
পাঁচ মিলিয়ন ডলার প্লাস সম্পত্তি ছিলো এমন দুই জন প্রেসিডেন্ট ছিলেন যুক্তরাষ্ট্রে। এরা হচ্ছেন- ২৩তম প্রেসিডেন্ট বেনজামিন হ্যারিসন ও নবম প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসন। রিপাবলিকান বেনজামিন হ্যারিসন ভাগ্য গড়েছিলেন আইন ব্যবসা থেকে। আর ইন্ডিয়ানায় তার মূল্যবান সম্পত্তিও ছিলো যা পিতামহের সম্পত্তির উত্তরাধিকার হিসেবে পেয়েছিলেন। উইংপার্টির উইলিয়াম হ্যারিসন যে ৫ মিলিয়ন ডলারের সম্পদের অধিকারী ছিলেন তাও ছিলো উত্তরাধিকার সূত্রে পাওয়া। মাত্র ২৩ দিনের প্রেসিডেন্সি ছিলো তার। একবার হিম শীতল বৃষ্টি উপেক্ষা করে বক্তৃতা করে নিউমোনিয়ায় পড়েন আর মৃত্যু তাকে কোলে তুলে নেয়। তার সম্পত্তির অনেকটা স্ত্রীর পরিবার থেকেও আসে।

জ্যাকারি টেইলর ছিলেন যুক্তরাষ্ট্রের দ্বাদশ প্রেসিডেন্ট। উইং পার্টির এই নেতা প্রেসিডেন্সির দ্বিতীয় বছরে গ্যাস্ট্রিকজনিত রোগেই ১৮৫০ সালে হঠাৎ মারা যান । তবে এর আগেই তিনি গড়ে রেখে যান ৬ মিলিয়ন ডলারের ভাগ্য।   

জিমি কার্টার পড়েন ৭ মিলিয়ন ডলারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের দলে। দেশটির ৩৯তম এই প্রেসিডেন্টের সঙ্গে আরও রয়েছেন ৩৮ তম প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড ও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্সির আগে ডেমোক্র্যাট কার্টার ছিলেন বাদাম চাষী। তবে তার মূল অর্থের যোগান আসে প্রেসিডেন্সির পরে বই লিখে। জেরাল্ড ফোর্ডও তার ৭ মিলিয়ন ডলারের ভাগ্য গড়েন বই বিক্রির অর্থে। প্রেসিডেন্ট নিক্সন পদত্যাগ করার পর দায়িত্ব পান ৩৮তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ফোর্ড। মজার ব্যাপার হলো এই তালিকার তৃতীয় প্রেসিডেন্ট বারাক ওবামাও কিন্তু তার বেস্ট সেলার বইগুলোর বিক্রি থেকে এসেছে। মুক্তবিশ্বের এই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট একাধারে একজন উচ্চ পর্যায়ের ব্যাংকারও। যা থেকে বর্তমানে বছরে ৪ লাখ ডলার আয় করছেন। তবে তার ৭ মিলিয়ন ডলারের ভাগ্য গড়ে উঠেছে বই বিক্রির অর্থে।
Saujanna Jafreen
Lecturer
Department of Natural Sciences
FSIT.



Offline naser.te

  • Hero Member
  • *****
  • Posts: 526
  • No dialogue, just do what you should do.
    • View Profile
Abu Naser Md. Ahsanul Haque
Assistant Professor
TE, DIU

Offline Bipasha Matin

  • Sr. Member
  • ****
  • Posts: 300
  • Don't judge me, you can't handle half of what I've
    • View Profile
Sabiha Matin Bipasha

Senior Lecturer
Department of Business Administration
Faculty of Business & Economics
Daffodil International University

Offline ABM Nazmul Islam

  • Sr. Member
  • ****
  • Posts: 386
  • Test
    • View Profile
ABM Nazmul Islam

Lecturer
Dept. of Natural Science
Daffodil Int. University, Dhaka, Bangladesh

Offline SabrinaRahman

  • Sr. Member
  • ****
  • Posts: 333
  • Never give up because great things take time
    • View Profile
Sabrina Rahman
Lecturer
Department of Architecture, DIU