দোয়া ও আমল

Author Topic: দোয়া ও আমল  (Read 6820 times)

Offline taslima

  • Hero Member
  • *****
  • Posts: 515
    • View Profile
দোয়া ও আমল
« on: October 15, 2016, 01:27:24 PM »
রমজানের মাস মহিমান্বিত মাস, দোয়া কবুলের মাস। দ্বীনদার মুসল্লিদের জন্য কিছু দোয়া সংগ্রহ করে দেয়া হল। আসা করি সকলের কাজে লাগবে।

তাসবিহ

# ইয়া আল্লাহু

# লা তুদরিকুহুল আবছারু ওয়া হুয়া ইয়্যুদরিকুল আবছারু ওয়া হুয়াল লাত্বীফুল খাবীর। (বেকারত্বের দোয়া)

# ইয়া আজীমু  ,  ( রাসুলে করীম (দঃ) এর খাছ আমল )। প্রতিদিন ১০০ বার যিকির করিলে রাসুল্লাহ (দঃ) এর খাছ মোহাব্বাত লাভ করিবে।

# ইয়া মুজীবু , (দোয়ার সময় ৭বার পড়লে দোয়া কবুল হয় )

# ইয়া গাফুরু, (সিজদায় ১১,১৩,১৫ বার পাঠ করিয়া গুনাহ মাফীর জন্য প্রার্থনা করিবে। আল্লাহর দরবারে ইহা নিশ্চয় কবুল হইবে।

# ইয়া আদলু , (শুক্রবার (রাতে) এই নাম বিশ টুকরা রুটির উপর লিখিয়া ভক্ষণ করিলে লোকজন বাধ্য থাকিবে)

# ইয়া খাবীরু , (কুচিন্তা দূর করতে)

# ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু , (রোগের জন্য ১১ বার বাদ মাগরিব ও ফজর নামাজ বাদে)

# সুব্বুহুন কুদ্দুসুন ওয়া রাব্বুল মালায়কাতি ওয়ার রূহ্,

যে কোন ব্যাধির জন্য শুক্রবার বাদ জুম্মা ১২৫ বার পাঠ করিয়া একটি রুটির উপর দম করতঃ ভক্ষণ করিলে উপশম হইবে।

# ইয়া খালিকু , (বিপদমুক্তির জন্য)

# ইয়া বারিউ, (কবর আযাব থেকে মুক্তির জন্য দৈনিক ৭ বার ও জুম্মাবাদ ১০০বার)

# ইয়া গাফফারু, ( দোয়া কবুলের জন্য )

# ইয়া ক্বাহহারু, (কঠিন রোগ,যাদু ঘটিত, বাদ আছর)

# ইয়া ওয়াসিউ, (ক্কোরআন হেফজ করার আমল)

# ইয়া বাইছু , ( আলস্য দূর করার আমল)

# ইয়া ওয়াকীলু, (আল্লাহর অনুগ্রহ লাভের আমল)

# ইয়া হামীদ , (শত্রু বাধ্য করণ, মানুষের ক্ষতি হইতে নিরাপত্তা লাভ বাদ ফজর )

# ইয়া হাইয়্যু, (বিপদ মুক্তির আমল)

# ইয়া কাইয়্যুম, (অন্যের দ্বারা ক্ষতিগ্রস্থ না হওয়ার আমল তাহাজ্জুদ বাদ ৭০ বার)

# ইয়া ক্বাদিরু, (শত্রু দমন / মুসকিল আসানীর আমল, অজু করিবার সময়  মনে মনে পাঠ করিবে)

# ইয়া নাফিউ, (যাত্রাকালে নিরাপত্তায়)

# ইয়া ওয়াহাবু,

(ইয়া ওয়াহাবু হাবলি মিন নেয়ামাতিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইন্নাকা আন্তাল ওয়াহাব।

আগে ও পরে দরূদ সহ ১৪ বার অথবা বাদ এশা ১০০ বার।)

# ইয়া সালামু , (শরীর সুস্থ-সবল রাখার জন্য বাদ ফজর ও মাগরিব বাদ। ৩ দিন ৩০০০ বার  করিয়া পড়িলে কঠিনতম রোগ থেকে আল্লাহতায়ালা মুক্ত করিবেন)

# আস্তাগফিরুল্লাহ রাব্বি——————————— ওয়া আতুবুইলাইহি

(দৈনিক ১০০ বার তাওবা পাঠ করা উচিৎ) (শোবার সময় ১১বার)

# লা- ইলাহা ইল্লালল্লাহু ওয়াদাহু লা-শারীকা লাহু আহাদান ছামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইয়্যুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ।

(যে ব্যক্তি এই দোয়া পড়িবে বিশ লাখ নেকী লেখা যাইবে) ৪১ বার

# আশহাদু লাকা ইন্নাকা রাব্বুন খালিকুন আল্লাহুমাগফিরলী

(২১ বার পাঠ করত আসমানের দিকে তাকাইয়া গুনাহ মাফির জন্য আল্লার দরবারে প্রার্থনা করিবে)

# আশহাদু আল্লা ইলাহা ইল্লালাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।১১ বার

(এ কালেমা পাঠে আল্লাহ তাহার ইচ্ছানুযায়ী যে কোন দরজা দিয়া বেহেশতে প্রবেশ করাইবেন)

# লা ইলাহা ইল্লাললাহু ওয়াদাহু আযজা জুনদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া গালাবাল আহযাবা ওয়াদাহু ফালা শাইয়ান বা’দাহু।  ১১ বার

(এ দোয়া রাসুল (সঃ) সদা-সর্বদা এই কলেমাটি পাঠ করিতেন)

# রাব্বানা জালামনা আনফুছানা ওয়া ইল্লাম তাগ¦ফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরীন।

(আল্লাহর সন্তুষ্টি এবং কৃপালাভের সেরা মুনাজাত

# সুবাহানালল্লাহি ওয়াল হামদু লিল্ল্াহি ওয়ালা ইলাহা ইল্লালল্লাহু আল্লাহু আকবার

(শোবার সময় ৬ বার)

# সুবহানাল্লাহিল আজীমি ওয়া বিহামদিহী ১১ বার

# লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ ১১বার

# রাব্বাহু আন্নী মাছ ছানিয়াদ্ব দ্বুররু ওয়া আনতা আর হামুর রাহিমীন

(আমি কষ্টে আছি, তুমি শ্রেষ্ঠ দয়ালু)  ১১ বার  (আম্বিয়া ৮৩)

# ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকীন

( আল্লাহ’ ই উত্তম রিযিক দাতা) ১১ বার (হাজ্ব ৫৮)

# ইন্নাল্লাহা লা আ’ফুয়্যুন গাফুর

(আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল)  ১১ বার  (হাজ্ব ৬০)

# ওয়া ইন্নাল্লাহা লা হুয়াল গানিয়্যুল হামীদ

(আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত)   ১১ বার

# আল্লাহু ওয়াছিউন আলীম

(আল্লাহ প্রাচুর্যময়,জ্ঞানী)  ১১ বার

# আল্লাহু ইয়ারযুক মাইয়াশায়্যু বিগাইরী হিসাব

# ইন্না রাব্বানা লা গাফুরুন শাকুর

(আল্লার প্রশংসা যিনি দুঃখ দূর করি নেন) ১১ বার (ফাতির ৩৪)

# রাব্বিগ ফিরলী ওয়া হাবলী মুলকাল লা ইয়ামবাগী লি আহাদিম মিমবা’দী ইন্নাকা আনতাল ওয়াহাব) ১১ বার (ছোয়াদ ৩৫)

(রাজ্য দাও যাহার মালিক আমি ছাড়া কেহ নয়)

# ওয়াল্লাহু লাত্বীফুন বিই’বা দিহী ইয়ারযুক্কু মাই ইয়াশায়্যু ওয়াল্লাহু ক্বাওয়্যিুল আযীয                       ১১ বার  (শূরা ১৯)

(আল্লাহ বান্দাহর প্রতি দয়ালু, ইচ্ছামত ব্যাক্তিকে রিযক দেন, তিনি মহা পরাক্রান্ত)   ১৯ শূরা

# লাহুম মাইয়াশায়্যুনা ফী হা ওয়ালাদাইনা মাযীদ

(যাহা চাইবে তাহাই পাইবে, আমার কাছে আরও আছে) ১১ বার  (হামীম ৩৫)

# ফা’তাআল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লাহু ওয়া রাব্বুল আরশিল কারীম।

(আল্লাহই সমুন্নত, প্রকৃত মালিক, তিনিই ইলাহ। মহান আরশের রব।)  ১১ বার

# ওয়াকুর রাব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমীন।

(বলুন! ক্ষমাকর, দয়াকর, তুমিই শ্রেষ্ঠ দয়ালু) ১১ বার
http://roudrodin.com/wp/doa_and_amal
Taslima Akter
Sr. Accounts Officer (F&A)
Daffodil International University
Email: taslima_diu@daffodilvarsity.edu.bd