টিকেট, যাত্রার খবর জানাবে লঞ্চঘড়ি

Author Topic: টিকেট, যাত্রার খবর জানাবে লঞ্চঘড়ি  (Read 785 times)

Offline Mahiuddin Ahmed

  • Full Member
  • ***
  • Posts: 101
    • View Profile
নদী পথে যারা যাবেন তাদের ভরসা লঞ্চ। অনেক দিন পর যারা বাড়ি যাবেন তাদের অনেকেই টিকিট কাটা ও সিডিউল মেলানো নিয়ে ঝামেলায় থাকেন। তাদের এবার আর খুব বেশি দৌঁড়ঝাঁপ করতে হবে না।
হাতে একটা স্মার্টফোন থাকলে ও ‘লঞ্চঘড়ি’ নামের অ্যাপ্লিকেশন থাকলে লঞ্চের সূচী নিয়ে ঝামেলা থাকবে না।
অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন মো. ইমরান হোসেন। পড়াশুনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশল বিভাগে
বর্তমানে একটি দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠানে কর্মরত এ ডেভেলপারের বাড়ি চাঁদপুর বলেই লঞ্চ নিয়ে তার আগ্রহ বেশি।
অ্যাপটি তৈরি করতে প্রায় এক মাসের মত সময় লেগেছে। এ অ্যাপের আইডিয়া নিয়ে অনেকদিন ধরে কাজ করেছেন।
অ্যাপ তৈরির উদ্দেশ্য সম্পর্কে এমরান বলেন, এখন প্রায় সবার কাছেই স্মার্টফোন আছে। লঞ্চ ও যাত্রাীর সংখ্যাও বাড়ছে । তাই এতগুলো লঞ্চের তথ্য সবার জানার কথা না। এজন্য সব তথ্য এক সঙ্গে করতে অ্যাপটি বানিয়েছেন তিনি।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো
এটিতে বিভাগ ও ক্যাটাগরি অনুযাযী প্রতিটি স্থান থেকে লঞ্চের সময়সূচী দেয়া আছে।
লঞ্চের বিভিন্ন কেবিন বা ডেকের ভাড়া কত তা জানা যাবে অ্যাপটি থেকে।
লঞ্চ যাত্রা পথে অ্যাপটি ব্যবহার করে গুগল ম্যাপের সাহায্যে বর্তমান অবস্থান সম্পর্কে জানা যাবে।
অ্যাপের এ সংস্করণে বিভিন্ন রুটের সর্বমোট ৩৯টি লঞ্চের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে তা আপডেট করা হবে।
অ্যাপের মাধ্যমে নির্ধারিত লঞ্চের সময় অনুযায়ী অ্যালার্ম দেয়া যাবে। ফলে লঞ্চের টাইম ভুলে যাওয়া সম্ভাবনা নেই।
এটি থেকে সরাসরি লঞ্চের কর্মকতাদের ফোন করা যাবে।
এটি সম্পূর্ণ অফলাইনে কাজ করবে। তাই একবার ডাউনলোডের পর ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ লাগবে না। তবে ম্যাপিং ফিচারটি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ লাগবে।
৬.৪ মেগাবাইটের অ্যাপ্লিকেশনটির বিনামূল্যে এ ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
https://play.google.com/store/apps/details?id=com.dewdrops.mihab.launchghori
Lecturer in Physics
Department of General Educational Development
Daffodil International University