সোনার দাম ভরিতে দেড় হাজার টাকা কমেছে

Author Topic: সোনার দাম ভরিতে দেড় হাজার টাকা কমেছে  (Read 941 times)

Offline Anuz

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 1988
  • জীবনে আনন্দের সময় বড় কম, তাই সুযোগ পেলেই আনন্দ কর
    • View Profile
বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় বাংলাদেশেও সোনার দাম কমেছে। প্রতি ভরি ভালো মানের সোনা এখন আগের চেয়ে এক হাজার ৪৫৮ টাকা কমে পাওয়া যাবে।
সোনার সঙ্গে রুপার দরও কমেছে ভরিতে ২৯২ টাকা। নতুন দর সোমবার থেকে কার্যকর হবে বলে রোববার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে কমানো হয়েছে বলে জানিয়েছেন সোনা ব্যবসায়ীদের সংগঠন বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব সময়ই আমরা আন্তর্জাতিক বাজারের সঙ্গে আমাদের স্থানীয় বাজারের দর সমন্বয় করি। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে সোনার দাম কমেছে। তার সঙ্গে সমন্বয় করে আমরা আমাদের বাজারেও কমিয়েছি।”
সোমবার থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৬৭৩ টাকায় (প্রতি গ্রাম ৩৮৩০ টাকা)। ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৪৯১ টাকা (প্রতি গ্রাম ৩৩০০ টাকা)।
রোববার পর্যন্ত প্রতি ভরি ২১ ক্যারেটের সোনা ৪৬ হাজার ১৮৯ টাকা এবং ১৮ ক্যারেট ৩৯ হাজার ৫৯৯ টাকায় বিক্রি হচ্চিল।
আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা বিক্রি হবে ২৬ হাজার ১১ টাকায় (প্রতি গ্রাম ২২৩০ টাকা)। এর ভরি ছিল ২৭ হাজার ৫২৭ টাকায়।
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University

Offline shafayet

  • Hero Member
  • *****
  • Posts: 1024
  • Test
    • View Profile