মহাপ্রলয়

Author Topic: মহাপ্রলয়  (Read 867 times)

Offline Samsul Alam

  • Full Member
  • ***
  • Posts: 160
  • The works that I left will remember me...
    • View Profile
    • Google Site
মহাপ্রলয়
« on: March 15, 2017, 10:55:24 PM »
একদিন মহাপ্রলয়ে পড়ব আমি
দেখব সবকিছু হয়ে যাচ্ছে লণ্ডভণ্ড
সবাই তাকিয়ে থাকবে, দেখবে নিথর দেহ
কেঊ প্রশ্ন করবে হয়ত,  বলবে লোকটি ছিল কেমন?
কাঁদবে হয়ত কেঊবা দেখে করুণ দৃশ্য!
শত্রু যারা থাকবে নাকো, তারাও ভাববে বন্ধু তখন।

যখন থাকব না ধরণীতে, দেখব নাকো ভিম্রজাল
মারামারি, হানাহানি, স্বার্থপরতা, সর্বোপরি বিক্ষুব্ধ রাজনীতি
ধরীত্রির বুকে প্রবহমান ঘটনা পড়বে নাকো মনে
পাখির গানের ধ্বনি, ছোট্ট মুখের হাসি বাজবে নাকো কানে।

ঘটবে ঘটনার ঘনঘটা জানব নাকো কিছুই
সবাই থাকবে পড়ে, থাকবে অবিরত
শুধু আমি একা থাকব পড়ে নিঃসঙ্গ।

আমার রেখে যাওয়া কর্ম স্মৃতি টানে তারে।।

“জীবনের অন্তিম সময়ের কথা স্মরণ করে রচিত কবিতাটি”
Samsul Alam (710001796)
Sr. Lecturer (MIS)
Department of Business Administration
Faculty of Business and Entrepreneurship
Daffodil International University