ইসলামি শরিয়তের দৃষ্টিতে গিবত

Author Topic: ইসলামি শরিয়তের দৃষ্টিতে গিবত  (Read 1046 times)

Offline momin

  • Newbie
  • *
  • Posts: 23
    • View Profile
 ইসলামি শরিয়তের দৃষ্টিতে গিবত।

 গিবত আল্লাহ পাকের কাছে ক্ষমার অযোগ্য একটি অপরাধ। যার নামে গিবত করা হবে সেই শুধু চাইলে ক্ষমা করতে পারে। তা সত্বেও দৈনন্দিন জীবনে আমরা খুব অল্পই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করে থাকি।কারও অনুপস্হিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে।

"আর তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছম্দ করে থাক।"(সূরা আল-হুজুরাত, আয়াত ১২)

কারও কোনো দোষ আলোচনা করা গিবতের সবচেয়ে পরিচিত রূপ। এ ছাড়াও শারিরিক দোষ-ত্রুটি, পোষাক পরিচ্ছদের সমালোচনা, জাত-বংশ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা, কারও চারিত্রিক বৈশিষ্ট্য ও অভ্যাস নিয়ে সমালোচনা করা ইত্যাদি গিবতের অন্তরভুক্ত। কারও গিবত করা যেমন হারাম তেমনি গিবত শুনাও হারাম।

এ বিষয়ে আল্লাহপাকের প্রশ্নের জবাবে আমরা নিশ্চয়ই বলবো আমাদের মৃত ভাইয়ের গোশত খেতে আমরা পছম্দ করিনা।

হে আল্লাহ্ তুমি আমাদের সবাইকে গিবতের হাত থেকে হেফাজত কর। আমিন।।

Offline zonaydorrahman

  • Jr. Member
  • **
  • Posts: 53
  • সহজ থাকুন সুন্দর থাকুন
    • View Profile
Every one should think before any comment about anyone
Muhammad Zonaydor Rahman
Assistant Accounts Officer (F&A)
Daffodil International University.