গুগল ম্যাপসে গাড়ির খোঁজ

Author Topic: গুগল ম্যাপসে গাড়ির খোঁজ  (Read 1573 times)

Offline shafayet

  • Hero Member
  • *****
  • Posts: 1024
  • Test
    • View Profile
গুগল ম্যাপসে গাড়ির খোঁজ

পার্কিংয়ে শত শত গাড়ির ভিড়ে প্রায়ই নিজের গাড়িটি খুঁজে পেতে বেগ পেতে হয়। এখন থেকে গাড়ি খুঁজে পাওয়ার এই সুবিধা পাওয়া যাবে গুগল ম্যাপসে। ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের জন্য এটা সুখবরই বটে। গুগল ম্যাপসের সর্বশেষ বেটা সংস্করণে নতুন এই সুবিধা যোগ করা হয়েছে। তবে সুবিধাটা পাবেন শুধু অ্যান্ড্রয়েড মুঠোফোন ব্যবহারকারীরা।
সুবিধাটি পেতে প্রথমে গুগল ম্যাপসে নীল রঙের ডট দিয়ে পার্কিংয়ের জায়গা নির্ধারণ করতে হবে। এরপর মেন্যু থেকে নির্বাচন করতে হবে ‘সেভ ইউর পার্কিং’ অপশন। এরপর নির্বাচন করা যাবে ফ্লোর, কতক্ষণ পর মনে করিয়ে দিতে হবে, এমনকি পার্কিংয়ে গাড়ির আশপাশের ছবিও দেখাবে যদি আগে থেকে যুক্ত করা হয়।
তবে অ্যাপল ম্যাপস ব্যবহারকারীদের হতাশ হওয়ার কারণ নেই। গুগল ম্যাপসের মতো এমন একটি সুবিধা রয়েছে আইওস ১০-এ। এর জন্য বাড়তি কাজ হলো গাড়ি ও আইফোনের মধ্যে ব্লুটুথ সংযোগ স্থাপন করতে হবে।
তবে গুগল ম্যাপসের এই সুবিধা কবে নাগাদ সর্বসাধারণের ব্যবহার উপযোগী হবে, তা প্রকাশ করা হয়নি।