Safely Remove Hardware -এ বল প্রয়োগ করা

Author Topic: Safely Remove Hardware -এ বল প্রয়োগ করা  (Read 2098 times)

Offline iqbal007

  • Jr. Member
  • **
  • Posts: 60
    • View Profile
Safely Remove Hardware -এ বল প্রয়োগ করা
« on: February 22, 2011, 09:29:30 PM »
Safely Remove Hardware -এ বল প্রয়োগ করা

Safely Remove Hardware টাস্কবারটি বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন গুরুত্বপূর্ণ ডাটাসহ স্টোরেজ ড্রাইভকে অপসারণ করা হয়৷ এই পদ্ধতি নিশ্চিত করবে যে, ড্রাইভ অপসারণের সময় ডাটা নিরাপদ থাকবে এবং সব রিড/রাইট কাজ সম্পন্ন হবে অপারেটিং সিস্টেম লেভেলে৷ যদি কোনো কারণে আইকন আবির্ভূত না হয়, তাহলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করুন:

স্টার্ট মেনুতে Run সিলেক্ট করুন৷
rundll32.exe, shell32.exe, Control_Rundll holplug.dll কমান্ড টাইপ করে এন্টার প্রেস করুন৷

add remove ডায়ালগ বক্স ওপেন হবে এবং আপনি যে ডিভাইস রিমুভ করতে চান, তা নিরাপদে সিলেক্ট করে ডিজাবল করতে পারেন৷

ডায়ালগ বক্সে দ্রুতগতিতে এক্সেস করতে চাইলে এর জন্য লিঙ্ক তৈরি করুন ডেস্কটপে শর্টকাট হিসেবে৷

একটি টেক্সট এডিটর ওপেন করুন৷ যেমন নোটপ্যাড ও প্রথম লাইনে কমান্ড কপি করুন৷

এবার ফাইল সেভ করুন Hardware_Removal.bat -এর অন্তর্গত নামে৷ এবার ফাইলকে ওপেন করার জন্য ডাবল ক্লিক করুন৷
এছাড়া আরেকটি ভালো উপায় হলো আইকনের জন্য কী-বোর্ড শর্টকাট তৈরি করা৷ এর জন্য ফাইলে রাইট ক্লিক করুন৷ এরপর General ট্যাবে প্রয়োজনীয় কী কম্বিনেশন এন্টার করুন৷
Iqbal
Dept. of  CSE
Sec. C
ID: 111-15-1327
L3T3
Cell:  +8801671998671