ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ন বিষয় দ্বীনি ইলম শিক্ষা করা

Author Topic: ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ন বিষয় দ্বীনি ইলম শিক্ষা করা  (Read 1028 times)

Offline momin

  • Newbie
  • *
  • Posts: 23
    • View Profile

ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ন বিষয় হলো দ্বীনি ইলম শিক্ষা করা ।

 দ্বীনি ইলম মানে দ্বীনের জ্ঞান। ইসলামি পরিভাষায়, ইলম হলো কোন বস্তুর প্রকৃত অবস্হা উপলব্ধি করা। অপরদিকে ইসলাম অর্থ আনুগত্য করা ও আত্মসমর্পণ করা। তাই প্রতিটি মুসলিম কার আনুগত্য করবে এবং কীভাবে করবে? ইলম ব্যতিত তা জানা যাবে না। আল্লাহপাকের আদেশ নিষেধকে মানতে হলে আগে উহা সম্পর্কে জানতে হবে। তাই তো ইসলামে ইলমের গুরুত্ব এত বেশী।

আসুন দেখে নেই আল্লাহপাকের কুরআন ও রসুল (স:) এর হাদিসে এ সম্পর্কে কি বলা হয়েছে।

"পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন।"(সূরা আলাক, আয়াত ১)

" দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।" (ইবনে মাজাহ)

উপরের আলোচনার দ্বারা বুঝা যায় আমাদের পরকালীন কল্যান সাধনের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ছাড়া কোন বিকল্প নাই।

হে আল্লাহ্ তুমি আমাদের দ্বীনি ইলম শিক্ষা করা এবং সে অনুযায়ী আমল করে তোমার সন্তুুষ্টি অর্জন করার তৌফিক দান কর। আমিন।।