ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ

Author Topic: ড্রোনের মাধ্যমে পণ্য সরবরাহ  (Read 1522 times)

Offline shafayet

  • Hero Member
  • *****
  • Posts: 1024
  • Test
    • View Profile

ভবিষ্যতে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ড্রোনের মাধ্যমে পণ্য পরিবহন করবে—এমন ধারণা অনেক দিন ধরেই চলে আসছে। তবে ইউপিএস একটি কার্যকরী মডেল উপস্থাপন করে দেখিয়েছে। এরই মধ্যে ড্রোন নির্মাতাপ্রতিষ্ঠান ওয়ার্কহর্স গ্রুপের সঙ্গে কাজও শুরু করেছে। এই মডেলে ড্রোন যুক্ত হলেও থাকবে প্রচলিত পদ্ধতিতে সরবরাহ ব্যবস্থা। অদূর ভবিষ্যতে অন্যান্য প্রতিষ্ঠানও হয়তো এভাবেই কাজ শুরু করবে।

ইউপিএস গাড়িচালক ড্রোনের সঙ্গে যুক্ত খাঁচায় পণ্য যুক্ত করে দেন।

পণ্য সংগ্রহ করে গাড়ির ছাদ ছেড়ে গন্তব্যের দিকে উড়ে যাবে ড্রোন।

গন্তব্যে পৌঁছে পণ্য নামিয়ে দেবে ড্রোন।

এদিকে এগিয়ে যাবে গাড়ি। সম্ভাব্য অবস্থানে গিয়ে গাড়ি খুঁজে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির ছাদে যুক্ত হয়ে যাবে ড্রোন।

এভাবেই পণ্য পৌঁছে দিতে থাকবে ইউপিএস চালক।
সূত্র: ইউপিএস