বড় ফাইল পাঠাতে সমস্যা হলে

Author Topic: বড় ফাইল পাঠাতে সমস্যা হলে  (Read 639 times)

Offline abdussatter

  • Sr. Member
  • ****
  • Posts: 373
  • Test
    • View Profile
তথ্যপ্রযুক্তির এই যুগে ফাইল ভাগাভাগি (শেয়ার) খুবই পরিচিত একটি বিষয়। অনেক সময় বড় ফাইল অন্যের সঙ্গে শেয়ার করতে গিয়ে দেখলেন, ফাইলের আকার বেশি হওয়ায় সেটি পাঠানো সম্ভব হচ্ছে না। তাই বলে কি ফাইল শেয়ারিং বন্ধ হয়ে যাবে? যদিও এখন অনলাইনে ফাইল আদান-প্রদানের অনেক সেবা ব্যবহার করে বড় ফাইল অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন। কিন্তু ফাইল পাঠানোর পর্যাপ্ত ব্যান্ডউইটথ না থাকলে বড় ফাইল ছোট এবং আলাদা কয়েক ভাগে ভাগ করে পর্যায়ক্রমে সেটিকে পাঠাতে পারেন।

যা করতে হবে
কোনো নির্দিষ্ট ফাইল ছোট কয়েক ভাগে ভাগ করা যায় উইনরার আর্কাইভার নামের ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে। এটি ব্যবহার করে বড় আকারের ফাইল ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটি ভাগ পর্যায়ক্রমে পাঠানো যাবে। এতে মূল ফাইলের কোনো সমস্যা হবে না। আলাদা অংশগুলোকে আবার একত্রে মূল ফাইলে নিয়ে যাওয়া যাবে।
উইনরার সফটওয়্যারটি কম্পিউটারে না থাকলে www.rarlab.com/download.htm ঠিকানার ওয়েবসাইট থেকে আপনার কম্পিউটারের উপযোগী সংস্করণটি নামিয়ে নিয়ে ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে যে ফাইল আলাদা ভাগে ভাগ করতে চান, সেটিতে মাউসের ডান বোতামে (রাইট) ক্লিক করে add to archive অপশন নির্বাচন করে খুলুন। উইনরার আর্কাইভের নতুন একটি ডায়ালগ বক্স দেখাবে। এই উইন্ডোর Archive format বিভাগ থেকে RAR নির্ধারণ করুন। এর নিচের Compression method অংশের ড্রপডাউন মেনু থেকে Best অপশন নির্বাচন করুন। তার নিচের Split to volumes, size-এ আপনার ফাইলের আকার অনুযায়ী সেটি যত ভাগে ভাগ করতে চান, তা উল্লেখ করে দিন।
ফাইলের আকার যদি ৫০ মেগাবাইট হয়, তাহলে এই ঘরে 5 MB লিখে বা মেনু থেকে নির্বাচন করে ওকে করুন। ফলে মূল ফাইলের আকার অনুযায়ী ফাইলের প্রতিটি ভাগে ৫ মেগাবাইট করে মোট ১০টি আলাদা ফাইল তৈরি হবে। এখন এই আলাদা ফাইলগুলো সহজেই এক এক করে পাঠাতে পারবেন। মূল সেই ৫০ মেগাবাইটের ফাইলটি আবার একক ফাইল হিসেবে ফিরে পেতে চাইলে সব কটি অংশ একই ফোল্ডারে রাখুন। এবার যেকোনো একটি ফাইলের ওপর মাউসের রাইট বোতাম চেপে Extract files-এ ক্লিক করলে ফাইলগুলো ৫০ মেগাবাইটের পূর্ণাঙ্গ ফাইলে পরিণত হবে। মনে রাখতে হবে, ফাইলের কোনো অংশ যেন ছাড়া না পড়ে, তাহলে মূল ফাইল আসবে না।


Collected
(Md. Dara Abdus Satter)
Assistant Professor, EEE
Mobile: 01716795779,
Phone: 02-9138234 (EXT-285)
Room # 610