আইডিবি ভবনে ৯দিনব্যাপী ‘সিটিআইটি’ মেলা শুরু

Author Topic: আইডিবি ভবনে ৯দিনব্যাপী ‘সিটিআইটি’ মেলা শুরু  (Read 662 times)

Offline arif_mahmud

  • Jr. Member
  • **
  • Posts: 90
  • Test
    • View Profile
‘ভার্চুয়াল রিয়েলিটি নকিং দ্যা ডোর’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি ভবন) আজ সকাল থেকে শুরু হয়েছে নয় দিনব্যাপী সিটিআইটি কম্পিউটার মেলা। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এবার নিয়ে ১৫তম বারের মতো মেলার আয়োজন করলো বিসিএস কম্পিউটার সিটি।

বিকেল চারটায় মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

মেলার কো-অর্ডিনেটর মুসা মিহির জানান, প্রতিবারের মতো এবারও মেলায় প্রতিটি প্রযুক্তিপণ্যের ওপর মূল্যছাড় ও উপহার থাকছে। মেলায় আইডিবির ১৫৬টি স্টলে প্রযুক্তিপণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানগুলো।

প্রতিদিনই কোনো না কোনো আয়োজন থাকছে মেলায়। যার মধ্যে শিশুদের চিত্রাঙ্কন, গেইমিং জোন, ডিজিটাল আলোকচিত্র, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শণার্থীদের জন্য প্রতিদিন রয়েছে র‍্যাফেল ড্র। ড্র’তে ল্যাপটপসহ ১০টি আকর্ষণীয় উপহার দেওয়া হবে জানানো হয়েছে। এছাড়াও প্রত্যেক টিকিটধারী কিছু উপহার পাবেনই। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় স্পন্সর হিসেবে রয়েছে আসুস, এসার, ডেল, এইচপি, লেনোভো ও র‍্যাপো।

মেলায় প্রবেশ টিকিটের দাম ২০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে মেলায় টিকিট ছাড়াই প্রবেশের সুযোগ পাবে।