background picture in pendrive

Author Topic: background picture in pendrive  (Read 3157 times)

Offline iqbal007

  • Jr. Member
  • **
  • Posts: 60
    • View Profile
background picture in pendrive
« on: April 08, 2011, 08:38:37 PM »
পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ড পছন্দের ছবি দেওয়ার জন্য প্রথমে আপনি নোটপ্যাড খুলুন এবং নিচের কোডগুলো পেস্ট করুন।


[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image= background_image.jpeg

উপরের কোডে আপনি background_image.jpeg কে আপনি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে চান তার নাম দ্বারা রিপ্লেস করুন। উদাহরণসরূপ: image.jpg

এখন আপনি আপনার ফাইলটিকে desktop.ini নামে সেভ করুন। এবার আপনি desktop.ini ফাইলটি এবং আপনার নিধারিত ইমেজটি ইউএসবি ড্রাইভে সেন্ড করুন। আপনি এই ফাইল দুটিকে হাইড করেও রাখতে পারেন যাতে দুঘটনাবশত ফাইল দুটি ডিলেট না হয়।

এরপর আপনার ইউএসবি ড্রাইভটিকে রিফ্রেশ করুন অথবা একবার খুলে পুনরায় লাগান। দেখবেন আপনার ইউএসবি ড্রাইভে আপনার পছন্দের ইমেজ ব্যাকগ্রাউন্ড আকারে হাজির হয়েছে।

কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবার জন্য শুভ কামনা।

 
Iqbal
Dept. of  CSE
Sec. C
ID: 111-15-1327
L3T3
Cell:  +8801671998671