অনলাইন পাসপোর্ট এবং দরকারি তথ্য

Author Topic: অনলাইন পাসপোর্ট এবং দরকারি তথ্য  (Read 1282 times)

Offline Rubaida Easmin

  • Full Member
  • ***
  • Posts: 150
  • Test
    • View Profile
বিদেশ যাত্রার প্রথম পদক্ষেপ হলো পাসপোর্ট তৈরি। উচ্চশিক্ষার জন্য পাসপোর্ট বানানো জরুরী হয়ে পড়ে। জিআরই, আয়েল্টস কিংবা টোফেল পরীক্ষার জন্য পরীক্ষার হলে অবশ্যই পাসপোর্ট সাথে থাকতে হয়। বর্তমানে পাসপোর্ট তৈরির সবচেয়ে সহজ উপায় হলো অনলাইনে আবেদন করা। অনলাইন পাসপোর্ট করার জন্য আপনাকে শুরুতেই ব্যাংকে টাকা জমা দিতে হবে। সাধারণ পাসপোর্টের জন্য ৩,০০০ টাকা+ ১৫% ভ্যাট। জরুরী পাসপোর্টের জন্য ৬,০০০ টাকা+ ১৫% ভ্যাট।

অনলাইনে ফর্ম পূরণ: এ কাজের জন্য শুরুতেই বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েব সাইটে ভিজিট করতে হবে এবং সেখানে যে সব নিয়মকানুন দেওয়া আছে সেগুলো ভালোভাবে পড়ে এবং বুঝে নিয়ে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে হবে।  নির্দেশনা পাতার নিচের দিকে I have read the above information and the relevant guidance notes অপশনটি continue ক্লিক করে পরবর্তী পেজে যাওয়া যাবে। এই পেজে একটি ফর্ম আসবে যেখানে আপনার সব দরকারি তথ্য ইনপুট দিতে হবে। ফর্মে দরকারি তথ্য ইনপুট দিয়ে Save and Next এ ক্লিক করলে দ্বিতীয় ধাপের পেইজ চলে আসবে।

http://www.grecenter.org/wp/online-passport/