ঢাকায় শুরু সফটওয়্যারের মেলা

Author Topic: ঢাকায় শুরু সফটওয়্যারের মেলা  (Read 2255 times)

Offline S. M. Ashraful Alam

  • Full Member
  • ***
  • Posts: 180
  • Live lifely
    • View Profile
সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি সেবা প্রদর্শনের জন্য গতকাল বুধবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘বেসিস সফটএক্সপো ২০১৭’ নামের মেলা। এ আয়োজন চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
সকালে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘সময় এসেছে দ্রুত বর্ধনশীল অর্থনীতির সঙ্গে সফটওয়্যার খাতকে কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার। আইসিটিবান্ধব পরিবেশ তৈরি করতে সফটওয়্যার খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।’
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের আয় বাড়াতে স্থানীয় বাজারে আরও গুরুত্ব দিতে হবে। স্থানীয় চাহিদা পূরণে কাজ করার পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ এবং পরিচালক সোনিয়া বশির কবির।
উদ্বোধনের পরই সফটএক্সপো খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। প্রথম দিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেল ৫৭টি স্টল, ৩৬টি মিনি প্যাভিলিয়ন এবং ১৬টি প্যাভিলিয়নে চলছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবার প্রদর্শনী। বড় পরিসরে মেলার আয়োজন হলেও গতকাল দর্শকদের ভিড় দেখা যায়নি। আয়োজকেরা আশা করছেন, আজ বৃহস্পতিবার থেকে মেলায় ভিড় বাড়বে। মেলার আহ্বায়ক সৈয়দ আলমাস কবীর বলেন, ‘কর্মদিবস ছিল বলে ভিড় কম হয়েছে। তবে বৃহস্পতি, শুক্র ও শনিবার মেলা জমে উঠবে।’
তথ্যপ্রযুক্তি সেবা ও বিপিও, ব্যবসায়িক সফটওয়্যার, মোবাইল উদ্ভাবন এবং ই-কমার্স—এই চারটি ভাগে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা প্রদর্শন করছে বিভিন্ন প্রতিষ্ঠান। সৈয়দ আলমাস কবীর বলেন, ‘দেশের সফটওয়্যারের চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরির জন্যই এই আয়োজন। বিভিন্ন দেশের সফটওয়্যার খাতের প্রতিনিধিরাও এসেছেন মেলায়। আজ (গতকাল) বিজনেস টু বিজনেস (বিটুবি) ম্যাচমেকিংয়ে নেদারল্যান্ডস, ডেনমার্কসহ বিভিন্ন দেশের অন্তত ৮টি প্রতিষ্ঠান বাংলাদেশের ৫০টির বেশি প্রতিষ্ঠানের সঙ্গে ৪৫টি বৈঠক করেছে।’
মেলায় প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিনই রয়েছে আইসিটিবিষয়ক একাধিক সেমিনার ও কর্মশালা। গতকাল ডিজিটাল এডুকেশন ও ই-লার্নিং, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি, টেক উইমেন সম্মেলন, এপিআই এক্সচেঞ্জ, ক্রস প্ল্যাটফর্ম গেম তৈরি, ইন্টারন্যাশনাল বিটুবি ও ই-কমার্স নিয়ে সাতটি সেমিনার ও কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ রয়েছে তথ্যপ্রযুক্তি বাংলা ভাষা, ইন্টারনেট অব থিংস, নতুন উদ্যোগ (স্টার্টআপ), সাইবার নিরাপত্তা ইত্যাদি নিয়ে সেমিনার হবে সফটএক্সপোতে। সফটএক্সপোতে বিনা মূল্যে প্রবেশ করা যাবে। তবে মেলা প্রাঙ্গণে বা ইন্টারনেটে (www.softexpo.com.bd) নিবন্ধন করতে হবে।
সফটএক্সপোর পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে মাইক্রোসফট ও এবি ব্যাংক। সহযোগী হিসেবে আছে র্যাং সটেল, আমরা টেকনোলজিস ও ফ্লোরা সিস্টেমস। সহযোগিতা করছে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)।
S. M. Ashraful Alam
Lecturer
Department of Business Administration
Faculty of Business and Economics
Daffodil Tower
Room No-906
4/2, Sobhanbag, Dhanmondi, Dhaka-1207
01515-299907
ashraful.bba@diu.edu.bd
Daffodil International University