যে ডিভাইসে ৮০টি ভাষায় কথা বলা যাবে!

Author Topic: যে ডিভাইসে ৮০টি ভাষায় কথা বলা যাবে!  (Read 840 times)

Offline arif_mahmud

  • Jr. Member
  • **
  • Posts: 90
  • Test
    • View Profile
এই সময়ে আপনি  যত বেশী ভাষা জানবেন ততবেশী কর্মক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় লাভবান হবেন। কিন্তু যোগাযোগ করার জন্য নতুন নতুন ভাষা শেখা সম্ভব হয় না। তাই এই সমস্যা থেকে মুক্তি দিতে যাচ্ছে নতুন এক টেকনোলজি। ভাষার এই বাধা এখন দূর হবে ট্র্যাভিস নামের নতুন এক ডিভাইসের মাধ্যমে।

জানা গেছে, ট্র্যাভিস ডিভাইসটি একনাগাড়ে ৬ ঘণ্টা অনলাইন এবং ১২ ঘণ্টা অফলাইনে চলতে পারে। এছাড়া প্রতিটি ভাষার জন্য সবচেয়ে ভালো অ্যাপটি ব্যবহার করা হয়েছে এই ডিভাইসে। ডিভাইসটির ফিচারে রয়েছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে, একটি কোয়াড কোর প্রসেসর, ব্লুটুথ এবং ওয়াই ফাই। ডিভাইসটিতে একটি সিম কার্ড স্লটও রয়েছে।

এছাড়া, রিমোট কন্ট্রোলের মতো দেখতে এই ডিভাইস পকেটের মধ্যেই রাখা যাবে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই গ্যাজেট যে কোনো ভাষায় অনুবাদ করে দিতে পারে। ট্র্যাভিস সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই ডিভাইস অনলাইনে রিয়েল টাইমে ৮০টি ভাষা অনুবাদ করতে সক্ষম। আর অফলাইন মোডে ২০টি ভাষা অনুবাদ করতে পারে। নয়া এই ডিভাইসের দাম ধরা হয়েছে ১৩৯ ডলার।