ফেসবুকে অর্ধেকের বেশি ডেটা সাশ্রয় করবে নতুন অপেরা ম্যাক্স

Author Topic: ফেসবুকে অর্ধেকের বেশি ডেটা সাশ্রয় করবে নতুন অপেরা ম্যাক্স  (Read 2161 times)

Offline sisyphus

  • Sr. Member
  • ****
  • Posts: 424
  • RAM
    • View Profile
এন্ড্রয়েডের জন্য অপেরার পারফরমেন্স ও প্রাইভেসি অ্যাপ অপেরা ম্যাক্স এর নতুন সংস্করণ মুক্তি পেয়েছে। অপেরা ম্যাক্স ৩ এবার আরও বেশি ডেটা সাশ্রয় করবে। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি ফেসবুকে ৬০ শতাংশ পর্যন্ত ডেটা সাশ্রয় করতে পারবেন। অর্থাৎ, প্রতি ১০০ এমবির মধ্যে ৬০ এমবি কম ডেটা খরচ করে একই পরিমাণ ফেসবুক ব্যবহার করতে পারবেন অপেরা ম্যাক্সের মাধ্যমে। ফলে আপনার মোবাইল ইন্টারনেট খরচ বেঁচে যাবে।

কীভাবে ব্যবহার করবেন অপেরা ম্যাক্সের এই নতুন ফিচার?

আপনার মোবাইলে যদি অপেরা ম্যাক্স আগে থেকে ইনস্টল করা না থাকে, তাহলে এই গুগল প্লে স্টোরের লিংক থেকে অপেরা ম্যাক্স ডাউনলোড ও ইনস্টল করে নিন। এরপর ফোনে অপেরা ম্যাক্স অ্যাপ ওপেন করলে ফেসবুক আইকন দেখা যাবে, যাতে লেখা ‘Save lots of data in Facebook’- সেখানে ক্লিক করলে অপেরা ম্যাক্সের মধ্যেই ফেসবুক লোড হবে। আপনি চাইলে অপেরা ম্যাক্স কর্তৃক সরবরাহকৃত ফেসবুকের সেই লিংক ফোনের হোমস্ক্রিনে শর্টকাট আকারে রেখে দিতে পারেন, যেখান থেকে যেকোনো সময় দ্রুত সাশ্রয়ী ফেসবুক ব্যবহার করা যাবে।

অপেরা ম্যাক্স মূলত ফেসবুকের মোবাইল সাইট দেখাবে, যা ভিপিএন ব্যবহার করে ইমেজ ও কনটেন্ট সাইজ কমিয়ে ডেটা সাশ্রয় করবে।

এছাড়া, অপেরা ম্যাক্সের মাধ্যমে ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও ও ইনস্টাগ্রামেও প্রচুর পরিমাণ ডেটা সাশ্রয় করতে পারেন।

তথ্যসূত্রঃ http://banglatech24.com
Mr. Rafi Al Mahmud
Sr. Lecturer
Department of Development Studies
Daffodil International University