বেসরকারী বিশ্ববিদ্যালয়ঃ একটি প্রাথমিক মূল্যায়ন

Author Topic: বেসরকারী বিশ্ববিদ্যালয়ঃ একটি প্রাথমিক মূল্যায়ন  (Read 913 times)

Offline Maruf Reza Byron

  • Jr. Member
  • **
  • Posts: 62
  • Test
    • View Profile
বাংলাদেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে প্রায় দুই দশক হলো। ১৬ কোটি মানুষের এই দেশে এ যাবত প্রায় ৫৭টি বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সংখ্যার হিসেবে যা চমকে দেয়ার মতো। কোন বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের জন্য দুই দশক যথেষ্ট সময় না হলেও একটা প্রাথমিক ধারণা এ থেকে পাওয়া সম্ভব বলেই আমার বিশ্বাস। কিন্তু প্রশ্ন হলো,  বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের কোন অধিকার বা যোগ্যতা কি আমার আছে? বিনয়ের সাথেই স্বীকার করছি যে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের যথাযথ মূল্যায়নের জন্য আমি যথেষ্ট যোগ্য নই। তবে সব মিলিয়ে ১১ বছরের শিক্ষকতা জীবনের প্রায় পুরোটাই আমার কেটেছে কোন না কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ে। বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্মন্ধে এই সংক্ষিপ্ত সময়ের ধারণা 'শেয়ার' করাই আমার মূল উদ্দেশ্য। আগামী কিছু দিনে আমি আমার বিক্ষিপ্ত চিন্তাগুলো এক সূতায় গাথার চেষ্টা করবো। তার আগে আমি বেসরকারী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আপনাদের ধারণাগুলো জানতে চাচ্ছি । আমার বিক্ষিপ্ত চিন্তাগুলোকে এক সূতায় গাথতে আপনাদের ভাবনাগুলো অনেক সহায়ক হবে বলেই আমার বিশ্বাস। একটা কথা বলে নেয়া ভালো - বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নিন্দা করা আমার উদ্দেশ্য নয়। সুতরাং আপনারা বেসরকারী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ভালো-মন্দ সব রকম কথাই শেয়ার করবেন, প্লীজ!