Confusion, correction & explanation

Author Topic: Confusion, correction & explanation  (Read 1264 times)

Offline Md. Anwar Hossain

  • Full Member
  • ***
  • Posts: 103
  • Men can be destroyed but not defeated
    • View Profile
Confusion, correction & explanation
« on: August 13, 2017, 12:37:51 PM »
কনফিউশন, সংশোধন ও ব্যাখ্যা:

#দারিদ্র্যের হার:
অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুসারে দারিদ্র্যের উর্ধ্বসীমা- ২৩.৫%, নিম্নসীমা- ১২.১%। তবে, জাতীয় দারিদ্র্যের হার- ২৩.২%।
#অমীমাংসিত ভূমি:
২০১৫ সালের আগে ছিল- ৬.৫ কি. মি। তবে,২০১৫ সালের পর থেকে- ২ কি. মি
#গড় আয়ু:
অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুসারে - ৭০.৯ বছর
জনতাত্ত্বিক সূচক ২০১৬ অনুসারে- ৭১.৬ বছর
ইউএনডিপি রিপোর্ট ২০১৬ অনুসারে- ৭২ বছর
#সাওতালদের ধর্ম:
বেসিক্যালি তারা কোন একক ধর্মগোষ্ঠীর অনুসারী না। এদের মধ্যে হিন্দু ও খ্রিস্টান দুইটাই আছে। তবে, বেশিরভাগ খ্রিস্টান।
#বাংলাদেশ- ভারতের মধ্যে ২০১৭ সালে চুক্তি ও সমঝোতা স্মারক হয়:
১১ টি চুক্তি ও ২৪ টি সমঝোতা স্মারক= ৩৫ টি
#উপজাতি সংখ্যা:
আদমশমারী ২০১১ অনুযায়ী- ২৭ টি+ ২০১৫ সালের আইনে সরকার যুক্ত করে ২১ টি= ৪৮টি।
আদিবাসী ফোরামের হিসেবে- ৪৫ টি
বাংলাপিডিয়া অনুসারে- ৩৩ টি
#নিষিদ্ধ রপ্তানি পণ্য:
২০১২ সাল থেকে ইলিশ ও কাঁচাপাট রপ্তানি নিষিদ্ধ করেছে সরকার
#রপ্তানি আয়:
পোশাক খাত থেকে আয়- ৮২% (তৈরি পোশাক- প্রায় ৪৩% ও নিটওয়্যার- ৩৯%)
চামড়া- ২য় (৩.৬%)
পাট- তৃতীয়
#দুর্যোগ সংখ্যা:
১৭ মে ২০১৬ তারিখে বজ্রপাতকে দুর্যাোগ হিসেবে ঘোষণা করায় মোট দুর্যোগ- ১৩ টি
১. বন্যা ২. ঘূর্ণিঝড় ৩. টর্নেডো ৪. নদীভাঙ্গন ৫. ভূমিকম্প ৬. খরা ৭. আর্সেনিক দূষণ ৮. লবনাক্ততা ৯. সুনামি ১০. অগ্নিকান্ড ১১. অবকাঠামোগত বিপর্যয় ১২. ভূমিধস ১৩. বজ্রপাত
#জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান:
BMET: Bureau of Manpower, Employment & Training. জনশক্তি, করমসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো
BOESL: Bangladesh Overseas Emploment Service Limited. জনশক্তি রপ্তানিকারক সরকারি প্রতিষ্ঠান
BAIRA: Bangladesh Association of International Recruiting Agency. বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের জোট
#হাওর শব্দটির অর্থ:
হাওর শব্দটি সাগর থেকে উৎপত্তি। এর অর্থ- নীচু বা জলাভূমি। পত্রিকায় অর্থ বলা হয়েছিল- সমুদ্র ( ভুলের
জন্য দুঃখিত)
#ফেসবুক বেশি ব্যবহার করে- যুক্তরাষ্ট্র, তবে ইন্টারনেট বেশি ব্যবহার করে- চীন। চীনে ফেসবুক নিষিদ্ধ।
#UNHRC:
UNHCR: UN High Commissioner for Refugees যা শরনার্থী সংস্থা। তবে, UNHRC: UN Human Rights Commission যা মানবাধিকার সংস্থা। প্রতিষ্ঠা- ২০০৬, সদস্য- ৪৭, সদর দপ্তর- জেনেভা
# Territorial Self:
 রাজনৈতিক/ আঞ্চলিক বা উপকূলীয় সীমা (১২ নটিক্যালমাইল)
মহীসোপান হলো  Continental Shelf (৩৫০ নটিক্যাল মাইল)
Md. Anwar Hossain
Sr. Administrative Officer.
Daffodil International University (DIU)
Office Mail: cseoffice2@daffodilvarsity.edu.bd
Personal Mail: anwarhossain8888@gmail.com
LinkdIn: https://www.linkedin.com/home?trk=nav_responsive_tab_home
fb: https://www.facebook.com/anwarhossain.rana.5

Offline fahad.faisal

  • Hero Member
  • *****
  • Posts: 734
  • Believe in Hard Work and Sincerity.
    • View Profile
Re: Confusion, correction & explanation
« Reply #1 on: January 31, 2018, 02:03:36 PM »
Thanks a lot for the informative post.
Fahad Faisal
Department of CSE