২০টি টিপস আপনাকে সফল উদ্যোগক্তা করে তুলবে

Author Topic: ২০টি টিপস আপনাকে সফল উদ্যোগক্তা করে তুলবে  (Read 1904 times)

Offline ariful892

  • Hero Member
  • *****
  • Posts: 678
  • Focuse on implementation and result...
    • View Profile
২০টি টিপস আপনাকে সফল উদ্যোগক্তা করে তুলবে

উদ্যেক্তা হওয়ার ইচ্ছেটা প্রত্যেকের মাথাতেই থাকে। সবাই চায় একজন ভালো ব্যবসা সফল উদ্যেক্তা হতে। কিন্তু সবাই কি এতে সফল হয়? সবাই কি লক্ষে পৌছাতে পারে? উদ্যেক্তা হওয়ার স্বপ্ন কি সবার পূর্ণ হয়?

আপনি যদি একজন উদ্যেক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। নিচের পঞ্চাশটা কাজ আপনার জন্য। দেখুনতো একজন উদ্যেক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিচের কাজ গুলোকে অভ্যাসে পরিবর্তন করতে পারেন কি না!


১) আপনি কখনো থেমে থাকতে পারবেন না। প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন প্রয়োজনীয় জিনিস নিয়ে কাজ করতে হবে।

২) আপনি নতুন নতুন আইডিয়ার জন্ম দিতে চেষ্টা করুণ  খারাপ কিংবা ভালো। আইডিয়া উপস্থাপন এবং ঐগুলোকে নিয়ে কাজ করা থামাতে পারবেন না।

৩) তুচ্ছ এবং ছোট ছোট আইডিয়া নিয়ে কাজ করুন। যা আপনার মাঝে প্রাকৃতিক ভাবে আসবে।

৪) সফল উদ্যেক্তাদের দেখে বিস্ময় প্রকাশ করুন। স্টিভ জবস, রিচার্ড ব্রানসন, বিল গেটস এবং মার্ক জুকারবার্গদের মতদের হিরু হিসেবে মনে স্থান দিন।

৫) ছোট খাট ব্যবসা উদ্যেগ গুলোতে যখন সফল হবে তখন কিছুটা এক্সাইটেড থাকুন। সাধারন পার্টি বা অনুষ্ঠান করে উপভোগ করুন।

৬) নতুন কিছু শিখতে ভালোবাসোন। আপনার কাজের ব্যাপারে যত রকম দিক নির্দেশনা পান তা সব আয়ত্ব করার চেষ্টা যেন সব সময় থাকে।

৭) কিভাবে বিভিন্ন জিনিস গুলো কাজ করে তা জানতে উৎসাহী হোন। উদাহরণ স্বরূপ বলা যায়, একটা রিমোট, টিভি কিংবা মোবাইল ফোনের ওয়ার্কিং প্রসেসটা কী রকম সেটা জানুন।

৮) বেশি সম্পদের স্বপ্ন দেখুন। টাকা সব কিছু নয়। তবে সব কিছুকে সহজ ভাবে উপস্থাপনের জন্য টাকার প্রয়োজন রয়েছে।

৯) কোনো কিছু থেকে সহজেই মুখ ফিরিয়ে নিবেন না।  বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হোন। হাল ছেড়ে দেয়া চলবে না।

১০) কঠিন কোনো কাজ করতে কখনো ভয় পাওয়া চলবে না।  পুরো জীবনটাই নিজের কাজে লাগানোর চেষ্টা করুন।

১১) যে কোনো কাজে সর্বোচ্চ ঝুঁকি নেয়ার চেষ্টা করুন। তবে তা অবশ্যই যেন প্রয়োজনীয়তার খাতিরে হয়।

১২) বিভিন্ন মানুষের সাথে আপনার কাজের ব্যাপারে কথা বলুন। সহজ এবং ফলপ্রসু হবে।

১৩) বারবার নিজের ব্যর্থতা গুলো থেকে ফিরে আসুন। ব্যর্থতা কখনোই আপনাকে থামিয়ে রাখতে যেন না পারে। বরং ব্যর্থতা গুলো যেন অভিজ্ঞতা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে।

১৪) নিজের জন্য একটা লক্ষ স্থির করুন। ছোট কিংবা বড় যে কোনো লক্ষই আপনাকে পরিপূর্ণ করে তুলতে পারে।

১৫) যতটুকু পারা যায় মানুষকে সাহায্য করুন। প্রত্যেককে সাহায্য করার ব্যাপারে উৎসাহী হোন।

১৬) নিজের প্রত্যেকটা কাজে চ্যালেঞ্জ খুজুন। চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে তার থেকে সুযোগ গুলো বের করে আনুন।

১৭) মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করুন। কেননা অনুপ্রাণিত হওয়ার প্রধান কৌশল হচ্ছে অনুপ্রাণিত করা।

১৮) ছোট বড় প্রত্যেকটা কাজের আগে পরিকল্পনা এবং প্রস্তুতি নিন। এতে করে কাজের মাঝে কখনো বাধা প্রাপ্ত হবেন না। হলেও তা থেকে সহজেই নিজেকে উত্তোলিত করতে পারবেন।

১৯) প্রত্যেকটা কাজের জন্য সময়সীমা নির্ধারন করে নিন। এর জন্য কোনো অজুহাত নয়।

২০) নিজেকে নিয়ে গর্ববোধ করুন। আপনি তেমনই যেমন আপনি হতে চান।


Source: https://goo.gl/2TofWm
.............................
Md. Ariful Islam (Arif)
Administrative Officer, Daffodil International University (DIU)
E-mail: ariful@daffodilvarsity.edu.bd , ariful@daffodil.com.bd , ariful333@gmail.com

Offline Mafruha Akter

  • Sr. Member
  • ****
  • Posts: 309
    • View Profile
Mafruha Akter
Sr. Library officer
Daffodil International University
(Uttara Campus)