IT Help Desk > ICT

ডেস্কটপের জন্য ইনটেলের নতুন সিপিইউ

(1/1)

Anuz:
ডেস্কটপ পিসির জন্য অষ্টম প্রজন্মের কোর আই ৭, কোর আই ৫, কোর আই ৩ কফিলেক সিপিইউ আনার ঘোষণা দিয়েছ চিপনির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। অষ্টম প্রজন্মের এই সিপিইউতে আগের সব সংস্করণের চেয়ে বেশি কোর (প্রসেসিং ইউনিট যা নির্দিষ্ট কাজের নির্দেশনা পড়তে পারে) আছে।

এর মধ্যে কোর আই ৭-৮৭০০ কে, কোর আই ৭ ৮৭০০ তে ছয় কোর ১২ থ্রেড, কোর আই ৫-৮৬০০ কে, কোর আই৫-৮৪০০ এ হাইপার থ্রেডিং ছাড়া ছয় কোর, কোর আই ত-৮৩৫০কে ও কোর আই ৩-৮১০০ তে হাইপার থ্রেডিং ছাড়া চার কোর ব্যবহৃত হয়েছে। নতুন ঘোষণা দেওয়া ছয়টি প্রসেসর ইনটেলের (১৪ ন্যানোমিটার‍+‍+) কফি লেক কাঠামোর ওপর তৈরি।

অক্টোবর মাস থেকে ইনটেলের এই প্রসেসর বিক্রি শুরু হবে। এর দাম হবে ১১৭ মার্কিন ডলার থেকে ৩৫৯ মার্কিন ডলার পর্যন্ত। এর মধ্যে কোর আই ৭-৮৭০০কে এর গতি তিন দশমিক ৭ গিগাহার্টজ যা চার দশমিক ৭ গিগাহার্টজ পর্যন্ত বৃদ্ধি পায়। এই প্রসেসরটিকে এখন পর্যন্ত সেরা গেমিং সিপিইউ বলছে ইনটেল। বর্তমানে বাজারে থাকা কোর আই ৭৭০০ প্রসেসরের তুলনায় প্রতি সেকেন্ডে ২৫ শতাংশ বেশি ফ্রেম দেখাতে পারে।

Navigation

[0] Message Index

Go to full version