পুজো মণ্ডপে সেলফি তুললেই বাজেয়াপ্ত মোবাইল

Author Topic: পুজো মণ্ডপে সেলফি তুললেই বাজেয়াপ্ত মোবাইল  (Read 2170 times)

Offline Anuz

  • Faculty
  • Hero Member
  • *
  • Posts: 1988
  • জীবনে আনন্দের সময় বড় কম, তাই সুযোগ পেলেই আনন্দ কর
    • View Profile
কথায় নয়, কাজে করে দেখিয়ে পুজোর ভিড় নিয়ন্ত্রণ করার পন্থা নিল পুলিশ৷ দক্ষিণ কলকাতায় এবারের অন্যতম আকর্ষণ ত্রিধারা সম্মিলনী৷ ফলে চতুর্থী থেকেই ভিড় উপচে পড়েছে সেখানে৷ মণ্ডপে ঢুকে স্মার্ট ফোনে সেলফি কিংবা প্যান্ডেলের ভিতরে দাড়িয়ে থিমের ছবি তোলার জেরে বাইরে দর্শনার্থীদের ভিড় ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল৷

ভিড় নিয়ন্ত্রণে আনতে সোমবার, পঞ্চমী থেকে ওই মণ্ডপে ছবি-সেলফি তোলার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ মাইকে ঘোষণা করে করে যা দর্শকদের জানিয়ে দেওয়াও হচ্ছে৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় লাইকের ঢেউ তুলতে পুলিশের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই অনেকে স্মার্টফোনে টুক করে সেলফি তুলে নিচ্ছেন৷ এমন দর্শককে দেখে বাকিরাও সাহস পেয়ে যাচ্ছে৷ তাই পুলিশ ঠিক করেছে শুধু মুখের কথায় হবে না, কাজে করে দেখাতে হবে৷ দর্শকদের মনে ‘ভয়’ তৈরি করে এবার মোবাইল বাজেয়াপ্ত করার ‘টোটকা’ দিল পুলিশ৷ পঞ্চমী থেকেই ত্রিধারাতে মাইকে ঘোষণা করা হয়েছে যে, মণ্ডপে ঠাকুর দেখতে দেখতে দাড়িয়ে ছবি তোলা যাবে না৷ ছবি তুললে মোবাইল বাজেয়াপ্ত করা হবে৷ যেমন কথা তেমন কাজ৷ সোমবার থেকেই দর্শনার্থীদের উপর নজর রেখেছে সাদা পোশাকের পুলিশ৷ ছবি তুলতে দেখলেই তা কেড়ে নেওয়া হচ্ছে৷ এক পুলিশকর্তা জানিয়েছেন, সোমবার ১৮টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে৷ সোম এবং মঙ্গলবার মিলিয়ে সংখ্যাটি প্রায় পঞ্চাশের কাছাকাছি৷ ওই কর্তা জানিয়েছেন, মোবাইল বাজেয়াপ্ত করার বিষয়টি দর্শকদের মুখে মুখে প্রচার হওয়ায় ‘টোটকা’য় কাজ দিয়েছে৷ কমছে লুকিয়ে চুরিয়ে ছবি তোলা৷

পুলিশ জানিয়েছে, ছবি তুলতে দেখে মোবাইল বাজেয়াপ্ত করা হলেও, পরে তা ফিরিয়েও দেওয়া হচ্ছে৷ ওই পুলিশকর্তা বলেন, ‘‘পুজোর আনন্দ মাটি করা আমাদের উদ্দেশ্য নয়৷ আমরা কাউকে হয়রানও করছি না৷ প্যান্ডেলের ভিতরে ঢুকে ছবি তোলার জেরে পিছনে অনেক লাইন পড়ে যাচ্ছে৷ পিছনের লোকেরা ভালমতো ঠাকুর দেখতে পাচ্ছেন না৷ তাই মোবাইল বাজেয়াপ্ত করার পন্থা নেওয়া হয়েছে৷ অন্য কয়েকটি মণ্ডপেও ছবি তুলতে নিষেধ করা হচ্ছে৷’’
Anuz Kumar Chakrabarty
Assistant Professor
Department of General Educational Development
Faculty of Science and Information Technology
Daffodil International University