Faculties and Departments > Business & Entrepreneurship

why ?

(1/1)

Mohammad Salek Parvez:
গতকাল  ভারতের সঙ্গে ৪৫০ কোটি ডলারের নতুন একটি ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ। টাকার অঙ্কে যা প্রায় ৩৬ হাজার কোটি টাকা।   সুদ : ১.৫% অর্থাৎ  ৫৪০ কোটি টাকা সহ পরিশোধ করতে হবে। চুক্তি মতে : (১) ভারতীয় ঠিকাদারেরাই প্রকল্পের কাজ পাবেন। (২)  পূর্তকাজের প্রকল্প হলে ৬৫ শতাংশ মালামাল ও সেবা ভারত থেকে আনতে হবে। (৩) অন্য প্রকল্পে ৭৫ শতাংশ মালামাল ও সেবা ভারত থেকে আনতে হবে। (৪) এছাড়া কমিটমেন্ট ফি, গ্রেস পিরিয়ডসহ পরিশোধের সময় কমসহ ভারতীয় প্রতিষ্ঠানকে কাজ দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

তাহলে আমাদের লাভ টা কোথায় ?

Navigation

[0] Message Index

Go to full version