রজব মাসের আমল

Author Topic: রজব মাসের আমল  (Read 1487 times)

Offline rumman

  • Hero Member
  • *****
  • Posts: 1020
  • DIU is the best
    • View Profile
রজব মাসের আমল
« on: March 27, 2018, 12:40:50 PM »

রজব মাসের আমল

রজব মাস শুরু হলে হজরত রাসূলুল্লাহ সা. এই দোয়া পড়তেন

    শুরু হয়েছে রজব মাস। ‘রজব’ শব্দের অর্থ সম্মানিদ। ইসলামপূর্ব জাহেলিয়াতের যুগে আরবরা এ মাসকে অন্য মাসের তুলনায় অধিক সম্মান করত। এজন্য তারা এ মাসের নাম রেখেছিল- রজব।

    ইসলাম আগমনের পর বছরে ১২ মাসের মধ্য থেকে রজবসহ ৪টি মাসকে ‘আশহুরে হুরুম’ তথা সম্মানিত মাস ঘোষণা করা হয়। এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর কাছে গণনায় মাস ১২টি, তন্মধ্যে ৪টি (সম্মানিত হওয়ার কারণে) নিষিদ্ধ মাস, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান।’ -সূরা তওবা: ৩৬

    নিষিদ্ধ ও সম্মানিত মাসগুলোর মধ্যে রজব একটি। হজরত আবু বাকরা (রা.) থেকে বর্ণিত, প্রিয় নবী (সা.) বলেছেন, ‘আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেদিন যেভাবে সময় নির্ধারিত ছিল তা ফিরে এসেছে। ১২ মাসে এক বছর। এর মধ্যে ৪ মাস নিষিদ্ধ ও সম্মানিত। তিন মাস পরপর জিলকদ, জিলহজ ও মহররম এবং মুজারের মাস রজব- যা জমাদিউস সানি ও শাবানের মধ্যবর্তী মাস।’ –সহিহ বোখারি ও মুসলিম

    ইমাম আবু বকর জাসসাস (রহ.) বলেন, ‘এসব মাসে ইবাদতের প্রতি যত্নবান হলে, বাকি মাসগুলোয় ইবাদত করা সহজ হয়। আর এ মাসগুলোতে গোনাহ থেকে বেঁচে থাকলে অন্য মাসেও গোনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়।’ -আহকামুল কোরআন: ৩/১৬৩

    তাই আশহুরে হুরুমের অন্তর্গত রজব মাসের মর্যাদা রক্ষায় অধিক যত্নবান হতে হবে।

    রজব মাসের ফজিলত সম্পর্কে একটি প্রসিদ্ধ হাদিস- যা হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রজব মাস শুরু হলে হজরত রাসূলুল্লাহ (সা.) এই দোয়া পড়তেন- ‘আল্লাহুম্মা বারিকলানা ফি রাজাবাও ওয়া শাবান। ওয়া বাল্লিগনা রামাজান।’ অর্থ- ‘হে আল্লাহ! আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন। আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।’ –সুনানে নাসাঈ: ৬৫৯

    এ থেকেই অনুধাবন করা যায়, মোমিন জীবনে মাহে রজবের গুরুত্ব কত অপরিসীম। রজব মাস এত ফজিলতপূর্ণ হওয়ার কারণ ব্যাখ্যা করে হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভি (রহ.) বলেন, ‘এ মাসে উল্লেখযোগ্য একাধিক ঘটনা সংঘটিত হয়েছে। যেমন মেরাজ। তাই এ মাস মর্যাদাপূর্ণ।

Source: মাওলানা আবদুল জাব্বার, অতিথি লেখক, ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম   
Md. Abdur Rumman Khan
Senior Assistant Registrar

Offline 710001113

  • Sr. Member
  • ****
  • Posts: 493
    • View Profile
Re: রজব মাসের আমল
« Reply #1 on: March 27, 2018, 06:31:52 PM »
Allah amdr sobaik basi basi amol korar sujog din,Amin.