স্মার্টফোন নষ্ট করতে না চাইলে চার্জে জরুরি বিষয়গুলো জেনে নিন

Author Topic: স্মার্টফোন নষ্ট করতে না চাইলে চার্জে জরুরি বিষয়গুলো জেনে নিন  (Read 965 times)

Offline protima.ns

  • Sr. Member
  • ****
  • Posts: 429
  • Test
    • View Profile
স্মার্টফোন নষ্ট করতে না চাইলে চার্জে জরুরি বিষয়গুলো জেনে নিন:
স্মার্টফোন নষ্ট করতে না চাইলে চার্জে জরুরি বিষয়গুলো জেনে নিন
স্মার্টফোন নষ্ট – স্মার্টফোন চার্জ নিয়ে নানা টিপস এবং ট্রিক্স এতদিন হয়ত আপনি শুনে এসেছেন। কিন্তু খেয়াল করলে দেখবেন এর কোনোটাই হয়ত আপনি মানছেন না। হয়ত সময়ের অভাবে কিংবা মনের ভুলে ফোন চার্জে একই ভুলগুলো বারবার করছেন। প্রতিটি ডিভাইসের ব্যাটারির একটি মেয়াদ শেষের তারিখ রয়েছে। তবে সামান্য কিছু কিছু ভুলের কারণে মেয়াদের আগেই নষ্ট হয়ে যেতে পারে ফোনের ব্যাটারি।

আর তাই ব্যাটারিকে দির্ঘায়ু রাখতে জরুরি কয়েকটি পরামর্শ দেওয়া হলো-

সবসময় ফোনের সাথে দেওয়া চার্জার দিয়ে ফোন চার্জ করার চেষ্টা করুন। যেকোনো মাইক্রো ইউএসবি দিয়ে চার্জ দেওয়া উচিত নয়।

নাম না জানা উৎপাদনকারী বা এক কথায় বাজারের সস্তা চাইনিজ চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন।

চার্জ দেওয়ার সময় ফোনের প্রোটেকটিভ কেসটি খুলে চার্জ দেওয়ার চেষ্টা করুন।

ফাস্ট চার্জিং সবসময় ভালো নয়। এতে অতিরিক্ত ভোল্টেজের কারণে ডিভাইসের তাপমাত্রা বেড়ে গিয়ে ফোনের ক্ষতি হতে পারে।

সারারাত ধরে ফোন চার্জ দেওয়া থেকে বিরত থাকুন।

তৃতীয় পক্ষের ব্যাটারি অ্যাপ ব্যবহার না করাই উত্তম।

ফোন সবসময় ৮০ শতাংশ চার্জ হওয়াই ভালো। ১০০ শতাংশ চার্জ না করাই ভালো।

পাওয়ার ব্যাংক থেকে ফোনে চার্জ করা অবস্থায় ফোন ব্যবহার করা উচিত নয়।

এমন ছোট ছোট কিছু বিষয় বিবেচনায় রেখে ফোন চার্জ করলে আপনার ফোনের ব্যাটারি লাইফ দীর্ঘ হবে।

Offline Md. Saiful Hoque

  • Sr. Member
  • ****
  • Posts: 283
    • View Profile
Lecturer,
Department of TE,
Faculty of Engineering, DIU

Offline Raihana Zannat

  • Sr. Member
  • ****
  • Posts: 392
  • Test
    • View Profile
Raihana Zannat
Senior Lecturer
Dept. of Software Engineering
Daffodil International University
Dhaka, Bangladesh