General Category > Common Forum

অসমাপ্ত কথা

(1/1)

Mohammad Nazrul Islam:
সত্য কথা লেখবো কি করে?
যা কিছু লেখার ছিল তা না লেখায় উত্তম !
রীতি নীতির কাছে বশ্যতা স্বীকার করে,
শুকনো মাটিতে নাকে খত দিয়ে-
চলতে হয় আমাদের ।।

ঝঁকঝঁকে তলোয়ারকে ভোঁতা বানাতে হয়
পুজিবাদীদের ভয়ে,
লুকিয়ে ফেলতে হয়-
লেংটির ভাজেঁ।।

চলতে ফিরতে নিতম্বে খোঁচা খেতে খেতে
কবিতা বানাতে হয়,
সম্পাদকের খুশির জন্য ।।

প্রাণের স্পন্দন চলবে না,
জীবনের জয় গান চলবে না,
চলবে বায়ু নিঃস্বরণ-
আর মহাজনের তুষামুদ ।।

পদধূলি নিতে হবে মালিকের,
যার অধিনে রোজি-রোজগার।
লিখতে হবে কার স্ত্রী স্বামীর চেয়ে ধণি,
রুপ লাবণ্যে অন্যের চেয়ে সেরা ।।

ভাবনার সূতাগুলি ঢিল করে,
আকাশের দিকে তাকাতে হয়,
আর ভাবতে হয়-
এভাবেই চলবে সমাজ, দেশ জাতি।।

হয় তো, এই ভাবনার জগত থেকে
ভাবনার ভাবনা ভাবতে- ভাবতেই,
একদিন ছুটি নিতে হবে এই আমাদের !!

SSH Shamma:
চমৎকার  :)

fahad.faisal:
Nice Writing.

Mohammad Nazrul Islam:
again

Navigation

[0] Message Index

Go to full version