Tale of a easy generation.

Author Topic: Tale of a easy generation.  (Read 992 times)

Offline Reza.

  • Hero Member
  • *****
  • Posts: 795
  • My thoughts are trying to find a way.
    • View Profile
Tale of a easy generation.
« on: February 05, 2018, 12:22:53 AM »
এখন সব কিছুই সহজ। কারো কথা মনে হলে তাকে মোবাইলে কল করুন। স্কাইপে তে কথা বলুন। ভাইবার আমাদের চব্বিশ ঘন্টা যোগাযোগ করিয়ে রাখতেছে। কিছু জানতে চান? লাইব্রেরীতে যাওয়ার দরকারও নাই। গুগুলে লিখে ফেলুন যা জানতে চান। কোথায় খাবেন? কোথায় কিভাবে যাবেন? আছে গুগুল ও গুগুল ম্যাপ্স। কোন জিনিসের কত দাম? বাসায় বসেই অনলাইনে সব জিনিশ এমনকি গরু পর্যন্ত কেনা যায়। কোন মুভি দেখতে ইচ্ছা করতেছে? কিংবা শুনতে ইচ্ছা করতেছে কোন গান? ইউটিউবে বসে যান। হঠাৎ মাঝ রাতে টাকার দরকার পড়লেও এ টি এমে তুলে আনতে কয়েক মিনিটের ব্যাপার মাত্র। তবে সব থেকে সহজ হয়েছে পড়াশুনা করা। পরদিন বৃষ্টি হবে না খটখটে রোদ যাবে তাও জানা যাচ্ছে মুহূর্তের মধ্যে।
এখন মানুষের সাথে যোগাযোগ করা সহজ। বন্ধুত্ব করা সহজ।
এমনকি আত্মীয়তাও হয়ে যায়। বিয়ের মাধ্যমে।
এইটা হল সহজ সময় ও সহজ জেনারেশনের যুগ। কঠিন বলতে কিছু নাই। এই সহজ সময়ে অনলাইনে চিটিং করাও সহজ হয়ে গেছে। আননোন নাম্বার থেকে কল আসলে ভয় ধরে যায়। বন্ধুত্ব ও বিয়ে হচ্ছে সহজে আবার ভেঙ্গেও যাচ্ছে সহজে। তাদের কাছে সুন্দর জায়গা যেখানে ওয়াই ফাই আছে। না থাকলে বোরিং জায়গা। সহজ জেনারেশনে রিপেয়ার বলতে কিছু নাই। ভেঙ্গে গেলে ফেলে দেও। রিপু করা - মেরামত করা এখন সেকেলে। ডিকশনারী থেকে মুছে ফেলতে হবে রিপু, মেরামত, তালি দেয়া, ঠিক করা - এই শব্দ গুলো। অপেক্ষা করতে হয় না কিছুতেই। ত্যাগ ও তিতক্ষা অর্থহীন শব্দ এই যুগে। কেউ কারো জন্যে আর অপেক্ষা করে বসে থাকে না।
এদের জীবন কাহিনী ছোট কয়েকটি শব্দে বর্ণনা করে দেয়া যায়। ইন
এ রিলেশন, ব্রেক আপ, এক্স ফ্রেন্ড, ইন এ রিলেশন এন্ড ইটস কমপ্লিকেটেড।
তারা সুখী। ঠিক ততক্ষন - যতক্ষণ ওয়াই ফাই আছে। তবে আমি নিশ্চিত করে জানিনা ওয়াই ফাই না থাকলে তাদের জীবন কেমন যাবে।

(আমার ফেসবুক পোস্ট থেকে।)
Assistant Professor,
Department of Textile Engineering.
Permanent Campus.
Email: reza.te@daffodilvarsity.edu.bd
Mobile No. 01847140128