স্টিফেন হকিং-এর ভবিষ্যদ্বাণী উড়িয়ে ২০১৮ সালেই এলিয়েনের খোঁজ!

Author Topic: স্টিফেন হকিং-এর ভবিষ্যদ্বাণী উড়িয়ে ২০১৮ সালেই এলিয়েনের খোঁজ!  (Read 666 times)

Offline safayet

  • Full Member
  • ***
  • Posts: 168
  • Test
    • View Profile
স্টিফেন হকিং ২০১৭ সালে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার মাঝে একটি ছিল, বুদ্ধিমান এলিয়েনদের সাথে যোগাযোগের চেষ্টা মোটেই ভাল হবে না।

METI (Messaging Extraterrestrial Intelligence) প্রতিষ্ঠানটি পরিকল্পনা করছে এই বছরেই কাজ শুরু করার। এর প্রতিষ্ঠানের কর্ণধার ডগলাস ভাকোচ জানান, তারা ডিপ স্পেসে রেডিও সিগনাল পাঠাবেন এবং আশা করছেন, বুদ্ধিমান এলিয়েন তার উত্তর পাঠাবে।

ঠিক কী কারণে এলিয়েনদের সাথে এমন সংযোগ স্থাপন করাটা বিপজ্জনক, তা ব্যাখ্যা করেন স্টিফেন হকিং। মানুষ যখন নিজের চাইতে আলাদা জাতির সাথে যোগাযোগ স্থাপন করে, তার শুরুটা কখনোই ভাল হয়নি বলে দেখা যায় ইতিহাসে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কলম্বাস যখন নেটিভ আমেরিকানদের খোঁজ পায়, তখন যে বিপর্যয় হয়েছিল, মানুষের সাথে এলিয়েন সভ্যতার যোগাযোগ হলেও একই বিপদ হবে। এই তাত্ত্বিক পদার্থবিদ বলেন, ‘কোন একদিন হয়ত Gliese 832c গ্রহটি থেকে আমরা একটা সিগনাল পাব, কিন্তু এর উত্তর দেবার ব্যাপারে আমাদের সাবধান হতে হবে।’

তবে ডঃ ভাকোচ মনে করেন, একেবারেই কিছু না করে হাত পা গুটিয়ে বসে থাকার চাইতে উদ্যগ নিয়ে দেখা উচিৎ, যে মানুষ এই বিশ্বের একমাত্র বুদ্ধিমান প্রাণী কী না। আর তারা কিছু সাবধানতাও অবলম্বন করছেন বটে। বেশী কথা না বলে খুব কম কিছু কথায় যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।